কাশ্মীর সীমান্তে উত্তেজনা, টানা ১১ রাত সংঘাতে ভারত-পাকিস্তান সেনারা

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:০২ পূর্বাহ্ণ, মে ৫, ২০২৫

কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা চরমে পৌঁছেছে। নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর টানা ১১ রাত ধরে সংঘর্ষে জড়িয়েছে দুদেশের সেনাবাহিনী। পাল্টাপাল্টি অভিযোগ, হুমকি-ধমকি আর পদক্ষেপে উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি।

সর্বশেষ রোববার (৪ মে) রাতেও কাশ্মীর সীমান্তের কুপওয়ারা, বারামুলা, পুঞ্চ, রাজৌরি, মেন্ধার, নওশেরা, সুন্দরবনি ও আখনুর সেক্টরে ভারতীয় সেনা চেকপোস্ট লক্ষ্য করে গোলাগুলি চালানো হয় বলে জানিয়েছে এনডিটিভি। পাল্টা জবাব দেয় ভারতীয় সেনারা। তবে, হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

ভারতীয় গণমাধ্যম পাকিস্তানকেই গোলাগুলির জন্য দায়ী করলেও, পাকিস্তানের পক্ষ থেকে এ নিয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য আসেনি।

গত ২২ এপ্রিল পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর থেকেই সীমান্তে পরিস্থিতি উত্তপ্ত। ভারত দাবি করেছে, হামলার পেছনে রয়েছে পাকিস্তানের মদদ। এর পরিপ্রেক্ষিতে ১৯৬০ সালের সিন্ধু পানি চুক্তি স্থগিত করে ভারত। জবাবে পাকিস্তান সিমলা চুক্তি স্থগিত, আকাশসীমা ও বাণিজ্য বন্ধসহ একাধিক কৌশলগত পদক্ষেপ নেয়।

উত্তেজনার মধ্যে দুই দেশই সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েন করে মহড়া চালিয়ে যাচ্ছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেনাবাহিনীকে যেকোনো অভিযান পরিচালনার পূর্ণ স্বাধীনতা দিয়েছেন। অন্যদিকে, পাকিস্তানের সেনাপ্রধানও ‘চূড়ান্ত জবাব’-এর হুঁশিয়ারি দিয়েছেন।

এই অবস্থায় অঞ্চলজুড়ে উত্তেজনা আরও বাড়িয়ে ভারত একাধিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায়। পাল্টা জবাবে পাকিস্তান শনিবার (৩ মে) ৪৫০ কিমি রেঞ্জের ‘আবদালি’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করে। ইসলামাবাদ জানিয়েছে, এটি ছিল ‘সিন্ধু মহড়া’র অংশ।

Nagad