আমি সচেতনভাবে অরাজনৈতিক মানুষ, অভিনয় ছাড়া কিচ্ছু করি না : আরিফিন শুভ
বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ এখন মুম্বাইয়ে অবস্থান করছেন। ব্যস্ত সময় পার করছেন তার প্রথম হিন্দি ওয়েব সিরিজ ‘জ্যাজ সিটি’র শুটিংয়ে। সনি লিভের এই সিরিজটি পরিচালনা করছেন আলোচিত ‘জুবিলি’ নির্মাতা সৌমিক সেন।
এই ব্যস্ততার কারণে সম্প্রতি কলকাতার নির্মাতা রাহুল মুখার্জির রোমান্টিক চলচ্চিত্র ‘মন মানে না’-এর কাজ ফিরিয়ে দিয়েছেন শুভ। কলকাতায় আনন্দবাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব তথ্য জানান। শুভ বলেন, ‘আমি সচেতনভাবে অরাজনৈতিক মানুষ। অভিনয় ছাড়া কিচ্ছু করি না। আমার কোনও ব্যবসা নেই, ব্যাকআপ নেই। যদি সত্যি সত্যি সমস্যায় পড়তাম, তাহলে কলকাতার কাফেতে বসে এভাবে সাক্ষাৎকার দিতে পারতাম না।’


তিনি আরও বলেন, ‘আমি সারা জীবন দুটো জিনিসে গুরুত্ব দিয়েছি—যে চরিত্রটা পেয়েছি সেটা হয়ে ওঠা, আর আমার কাজ দেখে দর্শকের প্রতিক্রিয়া পাওয়া। আমাকে পৃথিবীর সবচেয়ে বোকা চরিত্র দিন, আমি নিজেকে উজাড় করে দেব। কিন্তু বাস্তবেও আমি সেই বোকা লোকটা না।’
শুভর সাম্প্রতিক মুক্তি পাওয়া ছবিগুলোর মধ্যে রয়েছে ‘মুজিব’, আর সামনে মুক্তির অপেক্ষায় ‘নীলচক্র’, ‘নুর’, ‘ঠিকানা বাংলাদেশ’ ও ‘লহু’।
সাক্ষাৎকারে তিনি নিজের ব্যক্তিগত জীবন, বিশেষ করে বিচ্ছেদ নিয়েও কথা বলেন। শুভ বলেন, ‘বাইরের আলোচনা আমার উপর প্রভাব ফেলে না। সম্পর্ক ভাঙা পৃথিবীতে নতুন কিছু নয়। অভিনয় জগতে থাকায় আমাদের নিয়ে মুখরোচক খবর হয়। কী আর করা যাবে।’
তিনি আরও যোগ করেন, ‘ছয় বছর ধরে আমি ফেসবুক থেকে দূরে। আমার একটি পেজ আছে, সেটি টিম চালায়। ফেসবুক অনেকটা হেট মেশিনে পরিণত হয়েছে। যারা আমাকে নিয়ে কথা বলছে, তারা তো আমার জীবন কাটাচ্ছে না। তাহলে তারা আমার বিষয়ে বলার কে? আর বললেই বা আমি শুনব কেন?’
কলকাতার কার পরিচালকের সঙ্গে কাজ করতে চান—এই প্রশ্নের জবাবে শুভ বলেন, ‘এখন পর্যন্ত রঞ্জন ঘোষ, অরিন্দম শীল আর রাহুলের সঙ্গে কাজ করেছি। ব্যক্তিগতভাবে সৃজিতদা, শিবুদা ও কৌশিকদার কাজের ভক্ত আমি। ভালো চরিত্র পেলে পৃথিবীর যেকোনো জায়গায় কাজ করতে পারি।’