কলাবাগান থানার ওসি ও দুই এসআই সাময়িক বরখাস্ত

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৮:৪১ অপরাহ্ণ, মে ৫, ২০২৫

বাসায় ঢুকে চাঁদাবাজির অভিযোগে কলাবাগান থানার অফিসার ইনচার্জ (ওসি) মোক্তারুজ্জামান ও দুই উপ-পরিদর্শক (এসআই) বেলাল উদ্দিন ও মান্নানকে সাময়িক বরখাস্ত করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

রোববার (৪ মে) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাদ আলীর সই করা এক অফিস আদেশে এ বরখাস্তের নির্দেশ দেওয়া হয়।

সোমবার (৫ মে) সন্ধ্যায় এ বিষয়ে জানতে চাইলে ডিএমপির মিডিয়া বিভাগ জানায়, তিন কর্মকর্তার বিরুদ্ধে প্রশাসনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। তবে ঘটনাটি তদন্তাধীন, তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

ঘটনার সূত্রপাত ২৯ এপ্রিল। অভিযোগ অনুযায়ী, কলাবাগান থানা এলাকার বাসিন্দা আবদুল ওয়াদুদের বাসায় স্থানীয় সন্ত্রাসীদের সঙ্গে নিয়ে পুলিশের একটি দল গিয়ে চাঁদা দাবি করে এবং বাসায় ভাঙচুর চালায়। এ বিষয়ে ওয়াদুদ ডিএমপি কমিশনার বরাবর লিখিত অভিযোগ করেন, যেখানে তিনি ওসি ও এসআইদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। অভিযোগের ভিত্তিতেই বরখাস্তের এই সিদ্ধান্ত নেওয়া হয়।

তবে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) এস এন মো. নজরুল ইসলাম বলেন, “ওই বাসায় একটি মবের (উত্তেজিত জনতা) ঘটনা ঘটেছিল। খবর পেয়ে পুলিশ যায়, কিন্তু ওসি পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ায় তাকে বরখাস্ত করা হয়েছে।”

এদিকে একাধিক সূত্র জানায়, অভিযুক্ত বাসায় আওয়ামী লীগের নেতাকর্মীদের যাতায়াত ছিল। এ তথ্য জানার পর স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে বাসাটি ঘেরাও করে। ওই সময় ওসি বাড়ির মালিককে ছেড়ে দেওয়ার শর্তে ৫০ লাখ টাকা দাবি করেন বলে অভিযোগে উল্লেখ রয়েছে।

Nagad

ডিএমপির কয়েকজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, স্থানীয়দের বিক্ষোভের সময় কলাবাগান থানা পুলিশ ঘটনাস্থলে যায়। কিন্তু ঘটনাস্থলে পুলিশের ভূমিকা ও পরবর্তীতে চাঁদার দাবির বিষয়টি তদন্তাধীন রয়েছে।