আলোচিত যুবলীগ নেত্রী শোভা গ্রেপ্তার

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৮:৫৬ পূর্বাহ্ণ, মে ৬, ২০২৫

ঢাকার সাভারের আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যাকাণ্ডের মামলায় আলোচিত যুবলীগ নেত্রী শাহনাজ পারভীন শোভাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৫ মে) বিকেলে রাজধানীর উত্তরা দিয়াবাড়ী মেট্রোরেল স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, আশুলিয়া থানা যুবলীগের নেত্রী শোভা বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সরাসরি সম্পৃক্ত ছিলেন বলে অভিযোগ রয়েছে। আন্দোলনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন, তবে সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় ছিলেন নিয়মিত।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ছাত্র-জনতা হত্যাকাণ্ডের ঘটনায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তার শোভাকে মঙ্গলবার (৬ মে) আদালতে পাঠানো হবে।