ঢাকা রেঞ্জের ডিআইজি হলেন রেজাউল করিম মল্লিক

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৬:০৪ অপরাহ্ণ, মে ৭, ২০২৫

রেজাউল করিম মল্লিক। সংগৃহীত ছবি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার প্রধানের দায়িত্ব থেকে সরানোর এক মাসেরও কম সময়ের মধ্যে রেজাউল করিম মল্লিককে নতুন পদে বদলি করা হয়েছে। তিনি এখন পুলিশ ঢাকা রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে দায়িত্ব পালন করবেন।

বুধবার (৭ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ডিএমপির অতিরিক্ত কমিশনার পদে থাকা রেজাউল করিম মল্লিককে ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি এ কে এম আওলাদ হোসেনের স্থলাভিষিক্ত হবেন। অন্যদিকে, ডিআইজি আওলাদ হোসেনকে অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্ব) হিসেবে পদোন্নতি দিয়ে পুলিশ টেলিকমে বদলি করা হয়েছে।

এর আগে গত ১৩ মার্চ ডিবি প্রধানের পদ থেকে সরিয়ে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয় রেজাউল করিম মল্লিককে। এই সিদ্ধান্তের কিছুদিন আগে মডেল মেঘনা আলমকে বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তারের ঘটনায় বিতর্ক সৃষ্টি হয়। পরে আইনজীবী আসিফ নজরুল অভিযোগ করেন, গ্রেপ্তারে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করা হয়নি।

রেজাউল করিম মল্লিক ১৭তম বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা। তিনি ১৯৯৮ সালে বাংলাদেশ পুলিশে যোগ দেন। ২০২৩ সালের ১ সেপ্টেম্বর তিনি ডিবির প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি সিআইডির ডিআইজি ছিলেন।

Nagad