ঘুষ মামলায় টিউলিপ সিদ্দিককে দুদকে তলব
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি ও ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ান সিদ্দিককে ঘুষ সংক্রান্ত এক মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
ইস্টার্ন হাউজিং লিমিটেডের কাছ থেকে ‘ঘুষ’ হিসেবে একটি ফ্ল্যাট গ্রহণের অভিযোগে দায়ের মামলায় টিউলিপকে আগামী ১৪ মে সকাল ১০টায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে। বৃহস্পতিবার (৮ মে) পাঠানো নোটিশে এ তথ্য জানানো হয়।


মামলায় অভিযোগ করা হয়, গুলশানে একটি প্লট অবৈধভাবে হস্তান্তরের ব্যবস্থা করে ইস্টার্ন হাউজিং থেকে বিনামূল্যে একটি ফ্ল্যাট নেন টিউলিপ সিদ্দিক। এ ঘটনায় তার বিরুদ্ধে দণ্ডবিধি ও দুর্নীতি প্রতিরোধ আইনের একাধিক ধারায় মামলা দায়ের করা হয়।
একই মামলায় রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা শাহ খসরুজ্জামান ও সর্দার মোশাররফ হোসেনকেও একই দিনে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে।
দুদকের উপপরিচালক মো. মনিরুল ইসলামের নেতৃত্বে সাত সদস্যের একটি তদন্ত দল শেখ হাসিনা ও শেখ রেহানার পরিবারের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের অনুসন্ধানে কাজ করছে।
এর আগে পূর্বাচল প্লট কেলেঙ্কারি মামলায়ও টিউলিপকে আসামি করা হয়। ওই মামলায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করে।