মোংলায় বিএনপির সম্মেলন: সভাপতি আব্দুল মান্নান, সম্পাদক আবু হোসেন
দীর্ঘ ১৭ বছর পর বাগেরহাটের মোংলায় অনুষ্ঠিত হয়েছে থানা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। সম্মেলনে ভোটের মাধ্যমে উপজেলা কমিটির নতুন সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।
বুধবার (৭ মে) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। উপজেলার মিঠাখালী ইউনিয়নের টাটিবুনিয়া স্কুল মাঠে সম্মেলনের উদ্বোধন করা হয়। বিকেলে কাউন্সিল অধিবেশন শেষে ভোটগণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়।


সম্মেলনে ৬টি ইউনিয়নের ৪২৬ জন কাউন্সিলরের মধ্যে ৪২৩ জন ভোটাধিকার প্রয়োগ করেন। এতে সভাপতি পদে ২৩০ ভোট পেয়ে আব্দুল মান্নান হাওলাদার নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী এস এম ফরিদ উদ্দিন আহমেদ পান ১৯০ ভোট।
সাধারণ সম্পাদক পদে ১৯০ ভোট পেয়ে নির্বাচিত হন আবু হোসেন হাওলাদার (পনি)। তার প্রতিদ্বন্দ্বী শেখ রুস্তুম আলী পেয়েছেন ১৮৭ ভোট।
সাংগঠনিক সম্পাদক পদে শেখ সাকির হোসেন ১৯৫ ভোট পেয়ে প্রথম সাংগঠনিক সম্পাদক ও মৃধা ফারুকুল ইসলাম ১৯১ ভোট পেয়ে দ্বিতীয় সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।
সম্মেলনে অংশ নিতে নেতাকর্মীরা সকাল থেকেই মিছিল নিয়ে মাঠে আসেন। রঙ-বেরঙের ক্যাপ, টি-শার্ট ও হাতে প্ল্যাকার্ড নিয়ে অংশ নেন তারা।
সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামিমুর রহমান শামিম, খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক লায়ন ডা. শেখ ফরিদুল ইসলামসহ জেলা, বিভাগ ও কেন্দ্রীয় নেতারা।