মুস্তাফা জামান আব্বাসী আর নেই

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:০১ পূর্বাহ্ণ, মে ১০, ২০২৫

ফাইল ছবি

একুশে পদকপ্রাপ্ত বরেণ্য সংগীতশিল্পী, গবেষক ও লেখক মুস্তাফা জামান আব্বাসী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর।

শনিবার (১০ মে) ভোর সাড়ে ৫টায় রাজধানীর বনানীর একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মেয়ে শারমিনী আব্বাসী গণমাধ্যমকে মৃত্যুর খবর নিশ্চিত করেন। তিনি জানান, বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন তার বাবা। শুক্রবার শ্বাসকষ্ট বেড়ে গেলে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই মারা যান তিনি।

মুস্তাফা জামান আব্বাসী উপমহাদেশের খ্যাতনামা সংগীত পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা আব্বাসউদ্দীন আহমদ ছিলেন পল্লীগীতির কিংবদন্তি শিল্পী। বোন ফেরদৌসী রহমান ও ভাই মোস্তফা কামাল দেশের সাংস্কৃতিক অঙ্গনে পরিচিত নাম।

১৯৩৬ সালের ৮ ডিসেম্বর ভারতের কোচবিহারের বলরামপুর গ্রামে জন্ম নেওয়া আব্বাসী শৈশব কাটিয়েছেন কলকাতায়। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএ ডিগ্রি অর্জনের পর মার্কেটিংয়ে উচ্চশিক্ষা নেন হার্ভার্ড গ্রুপ থেকে।

দীর্ঘ কর্মজীবনে তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকসহ বিভিন্ন প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। লোকসংগীত গবেষণা ও সংগ্রহে ছিল তাঁর বিশেষ অবদান। পাঁচ দশক ধরে ‘ফোক মিউজিক রিসার্চ গ্রুপ’-এর নেতৃত্ব দিয়েছেন। দেশে-বিদেশে ভাটিয়ালি, ভাওয়াইয়া ও নজরুলগীতি পরিবেশনের মাধ্যমে তিনি বাংলাদেশের সংগীতকে বিশ্বদরবারে পৌঁছে দেন।

তিনি ইউনেসকোর বাংলাদেশ ন্যাশনাল কমিটি অব মিউজিকের সভাপতি, নজরুল ও আব্বাসউদ্দীনের জীবনীগ্রন্থের গবেষক ছিলেন। উপস্থাপক হিসেবে বিটিভির ‘ভরা নদীর বাঁকে’, ‘আমার ঠিকানা’, ‘আপন ভুবন’সহ বিভিন্ন অনুষ্ঠান জনপ্রিয়তা পায়।

Nagad

জীবদ্দশায় একুশে পদকসহ বহু সম্মাননায় ভূষিত হন তিনি। তাঁর মৃত্যুতে দেশের সাংস্কৃতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।