আ. লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না: হাসনাত

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৮:০৪ অপরাহ্ণ, মে ১০, ২০২৫

সংগৃহীত ছবি

আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ার প্রশ্নই ওঠে না বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, কোনো চাপ বা ষড়যন্ত্রে এই আন্দোলন থামবে না।

শনিবার (১০ মে) বিকেলে রাজধানীর শাহবাগে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আয়োজিত পূর্বঘোষিত গণজমায়েতে তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘২০১৩ সালে শাহবাগ থেকেই দেশে ফ্যাসিবাদের সূচনা হয়েছিল, এবার এই শাহবাগ থেকেই তার পতন ঘটবে। গত দু’দিন আমি রাজপথে, শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লেও এই আন্দোলন থেকে একচুলও সরব না।’

তিনি আরও বলেন, ‘অগ্রিম বলে রাখছি—যদি কোনো ষড়যন্ত্রের কারণে কেউ জোর করে আমার মুখ থেকে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেয়, তবু আপনারা আন্দোলন চালিয়ে যাবেন। আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত রাজপথে থাকুন।’

এনসিপির এই নেতা বলেন, ‘যারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায় না, তারা ফ্যাসিবাদী; আর যারা নিষিদ্ধের পক্ষে, তারাই প্রকৃত দেশপ্রেমিক শক্তি।’

প্রসঙ্গত, আওয়ামী লীগ নিষিদ্ধসহ তিন দফা দাবিতে শাহবাগে বিকেলে ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্যের গণজমায়েত অনুষ্ঠিত হয়। প্রথমে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এবং কিছুক্ষণ পর হাসনাত আবদুল্লাহ সেখানে যোগ দেন।

Nagad

এই কর্মসূচিতে এনসিপি ছাড়াও জামায়াতে ইসলাম, হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং অভ্যুত্থানে নিহত পরিবারের সদস্যসহ সাধারণ মানুষ অংশ নেন। কর্মসূচির কারণে শাহবাগ ও আশপাশের এলাকায় যান চলাচল ব্যাহত হয় এবং তীব্র যানজটের সৃষ্টি হয়।