আজ শুভ বুদ্ধ পূর্ণিমা

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:১৫ পূর্বাহ্ণ, মে ১১, ২০২৫

আজ শুভ বুদ্ধ পূর্ণিমা—বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, এই দিনেই মহামতি গৌতম বুদ্ধের জন্ম, বোধিজ্ঞান লাভ এবং মহাপরিনির্বাণ (মৃত্যু) ঘটে। ফলে দিনটি বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র ও তাৎপর্যপূর্ণ।

বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আজ সারাদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। দিনটি উপলক্ষে বৌদ্ধ সম্প্রদায় শান্তি শোভাযাত্রা, প্রদীপ প্রজ্বলন, পূজা, ধর্মীয় প্রার্থনা এবং আলোচনা সভার মধ্য দিয়ে বুদ্ধের আদর্শকে স্মরণ ও চর্চা করছেন।

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় বৌদ্ধ বিহার ও মন্দিরগুলোতে সকাল থেকেই বুদ্ধপূজা, প্রভাতফেরি, ধর্মীয় আলোচনা ও সমবেত প্রার্থনার আয়োজন করা হয়েছে। বিশেষত: রাজধানীর মেরুল বাড্ডা আন্তর্জাতিক বৌদ্ধ বিহার, চট্টগ্রামের রাঙ্গুনিয়া, রামু ও বান্দরবানে উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে দিবসটি।

বৌদ্ধ ধর্ম মতে, আজ থেকে প্রায় আড়াই হাজার বছর আগে এই বৈশাখী পূর্ণিমা তিথিতে কপিলাবস্তুর রাজকুমার সিদ্ধার্থ গৌতম জন্মগ্রহণ করেন। পরবর্তীতে বোধিগাছে ধ্যানস্থ হয়ে তিনি ‘বুদ্ধ’ উপাধি লাভ করেন এবং মানবজাতির কল্যাণে অহিংস বাণী প্রচার করেন। এই দিনেই তিনি মহাপরিনির্বাণে (মৃত্যু) গমন করেন।

এ উপলক্ষে এক বাণীতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দেশের সকল বৌদ্ধ ধর্মাবলম্বীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে সহাবস্থান করে আসছে। মহামতি গৌতম বুদ্ধ হিংসা-বিদ্বেষ ও লোভ-লালসার ঊর্ধ্বে উঠে মানুষকে আলোকিত করেছেন।”

তিনি আরও বলেন, “মানব সমাজে শান্তি ও কল্যাণ প্রতিষ্ঠায় গৌতম বুদ্ধের অহিংসার দর্শন চিরকাল প্রাসঙ্গিক ও অনুসরণযোগ্য থাকবে।”

Nagad