আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিক্রিয়ায় যা বলল এনসিপি

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:৩৮ অপরাহ্ণ, মে ১২, ২০২৫

আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার পর দলটির বিরুদ্ধে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

সোমবার (১২ মে) রাতে রাজধানীর বাংলামোটরে সংবাদ সম্মেলনে দলের সদস্যসচিব আখতার হোসেন এ প্রতিক্রিয়া জানান।

আখতার হোসেন বলেন, ‘গত ১৬ বছর ধরে বাংলাদেশের মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে আওয়ামী লীগ একটি ফ্যাসিবাদী শাসন কায়েম করেছিল। তাদের পাতানো নির্বাচন ও রাজনৈতিক দমন-পীড়নের ইতিহাস জাতি ভুলবে না। যারা ওই নির্বাচনে অংশ নিয়ে সহায়তা করেছে, তাদের সম্পত্তিও বাজেয়াপ্ত করে দেশের কল্যাণে ব্যবহার করতে হবে।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি দীর্ঘদিন ধরে জানিয়ে আসছিল এনসিপি। আমরা সরকারের কাছে দাবি জানিয়েছিলাম—গত ৫ আগস্ট জনগণ যে রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছে, তা আইনি রূপ দিতে হবে।’

আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞার সরকারি সিদ্ধান্তকে ইতিবাচক আখ্যা দিয়ে আখতার হোসেন বলেন, ‘আজ পরিপত্র এসেছে, আমরা সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানাই। গণহত্যার দায়ে আওয়ামী লীগ এবং তাদের সব সহযোগী সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে।’

তিনি বলেন, ‘বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেভাবে চলছে, তাতে আওয়ামী লীগের বিচার সম্ভব নয়। তাই আমরা চাই—সরকার যেন ট্রাইব্যুনালকে আরও কার্যকর ও গতিশীল করে।’

Nagad

জুলাই ঘোষণাপত্র প্রসঙ্গে তিনি বলেন, ‘সরকার ঘোষণাপত্র জারির জন্য ৩০ কর্মদিবস সময় নিয়েছে। কিন্তু এটি যদি একদিনও বেশি হয়, তবে জনগণ আবারও রাজপথে নামবে। আওয়ামী লীগের রাজনীতিতে পুনর্বাসনের কোনো জায়গা নেই।’

আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তারের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের যেখানেই নেতাকর্মী পাওয়া যাবে, সেখানেই প্রতিহত করতে হবে। আইনশৃঙ্খলা বাহিনীর উচিত তাদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার করা।’

আখতার হোসেন আরও বলেন, ‘গণঅভ্যুত্থানের পরও আওয়ামী লীগের দোসররা বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল করেছে। এখনও অনেকেই দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। এসব আমরা ঘৃণার সঙ্গে স্মরণ করছি।’