সপরিবারে নানকের বিদেশ যাত্রায় আদালতের নিষেধাজ্ঞা

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৬:৫২ অপরাহ্ণ, মে ১৪, ২০২৫

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, তাঁর স্ত্রী সৈয়দা আরজুমান বানু নার্গিস এবং মেয়ে এস আমরিন রাখির বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।

বুধবার (১৪ মে) ঢাকার মহানগর সিনিয়র বিশেষ জজ জাকির হোসেন গালিব এই আদেশ দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক মো. মনিরুজ্জামান এই সংক্রান্ত আবেদন দাখিল করেন।

আবেদনে বলা হয়, নানক ও তাঁর পরিবারের বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাৎ ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের অনুসন্ধান চলছে। এ অবস্থায় তাঁদের বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে, যা অনুসন্ধানে বিঘ্ন ঘটাতে পারে।

সুষ্ঠু তদন্তের স্বার্থে তাঁদের দেশত্যাগে নিষেধাজ্ঞা প্রয়োজন বলে দুদক আদালতের কাছে আবেদন করে, যা আমলে নিয়ে বিচারক আদেশ দেন।