ঈদযাত্রায় বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৬ মে

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৭:২৪ অপরাহ্ণ, মে ১৪, ২০২৫

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আগামী ১৬ মে থেকে শুরু হচ্ছে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি। এই টিকিট ২৯ মে থেকে ঈদের আগ পর্যন্ত যাত্রার জন্য প্রযোজ্য থাকবে।

বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি বুধবার (১৪ মে) নিশ্চিত করেছেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও শ্যামলী এন আর ট্রাভেলসের এমডি শুভঙ্কর ঘোষ রাকেশ।

তিনি জানান, যাত্রীরা ১৬ মে থেকে একযোগে অনলাইন ও কাউন্টার থেকে টিকিট কিনতে পারবেন। তবে অনেক পরিবহন কোম্পানি এবার পুরোপুরি অনলাইনেই টিকিট বিক্রি করবে।

ভাড়া নির্ধারণ প্রসঙ্গে রাকেশ বলেন, বিআরটিএ নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত নেয়া যাবে না। সকল মালিককে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।

এসি বাসের ভাড়াও যাতে সহনীয় পর্যায়ে থাকে, সে বিষয়ে পরিবহন মালিকরা একমত হয়েছেন বলে জানান তিনি।

এদিকে, ঈদযাত্রার ট্রেন টিকিট বিক্রি শুরু হবে ২১ মে থেকে। রেলপথ মন্ত্রণালয় ৭ জুনকে ঈদের সম্ভাব্য তারিখ ধরে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির সময়সূচি চূড়ান্ত করেছে।

Nagad