জবি শিক্ষার্থীদের আন্দোলনে রাতভর শিক্ষকদের সরব উপস্থিতি, কঠোর কর্মসূচি ঘোষণা

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:২১ পূর্বাহ্ণ, মে ১৬, ২০২৫

চার দফা দাবি আদায়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) চলমান অবস্থান কর্মসূচিতে রাতভর শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে আন্দোলনে অংশ নিচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। তারা ছাত্রদের সাথে একাত্ততা ঘোষণা করে দাবি আদায় না হওয়া পর্যন্ত কাকরাইল মোড়েই অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা অধিকার আদায়ে
আজ শুক্রবার জুম্মার নামজের পর গণ অনশন ঘোষণা করেছেন।

বৃহস্পতিবার (১৫ মে) দিনভর কাকরাইল মোড়ে আন্দোলনের পর গভীর রাতেও শিক্ষকদের দেখা গেছে শিক্ষার্থীদের পাশে অবস্থান করতে।

জবির ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক কামরুল ইসলাম জুয়েল বলেন, ‘শুরু থেকেই শিক্ষকদের সমর্থন ছিল। গতকাল শিক্ষার্থীরা মার খেয়েছে। আজও অনেক শিক্ষক মাঠে ছিলেন। শিক্ষার্থীদের পাশে থাকাই আমাদের দায়িত্ব। আন্দোলন চলবে।’

এদিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছউদ্দীন এ ঘোষণা দিয়ে অধ্যাপক ড. রইছ উদ্দীন বলেন, আমরা সরকারের নিকট আমাদের অধিকার আদায়ের দাবি জানিয়েছিলাম। তারা আমাদের উপর হামলা চালিয়েছে। শিক্ষক-শিক্ষার্থীদের বেধড়ক মেরেছে কিন্তু আমাদের অধিকারের বিষয়ে কোন কর্ণপাত করেনি। এমনকি ৩৫ ঘন্টা পার হলেও সরকারের পক্ষ থেকে কোন বার্তা আসেনি।

এদিকে কাকরাইল মোড়ে শিক্ষার্থীরা কেউ শুয়ে, কেউ স্লোগানে, কেউ আবার গান-আড্ডায় সময় কাটাচ্ছেন। যমুনা অভিমুখে সংলগ্ন সড়কে মোতায়েন রয়েছে পুলিশ।

প্রসঙ্গত, তিন দফা দাবিতে গত বুধবার দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার অভিমুখে লংমার্চ নিয়ে যাওয়ার সময় কাকরাইলে পুলিশের বাধার মুখে পড়েন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক–শিক্ষার্থীরা। এ সময় ব্যারিকেড ভেঙে যমুনার দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ লাঠিপেটা, কাঁদানে গ্যাস, সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এতে অর্ধশত শিক্ষক–শিক্ষার্থী আহত হন।

Nagad