আজ ব্যাংক খোলা

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:০৪ পূর্বাহ্ণ, মে ১৭, ২০২৫

সাপ্তাহিক ছুটির দিন হওয়া সত্ত্বেও আজ শনিবার (১৭ মে) দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খোলা রয়েছে। গ্রাহকরা স্বাভাবিকভাবেই সকল ধরনের লেনদেন করতে পারবেন।

ব্যাংক লেনদেন চলবে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। তবে ব্যাংক খোলা থাকবে সন্ধ্যা ৬টা পর্যন্ত; বাকি সময় ব্যাংক নিজস্ব কার্যক্রম পরিচালনা করবে।

ঈদুল আজহা উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা ১০ দিনের ছুটি পাচ্ছেন। এজন্য আগামী ১১ ও ১২ জুন (বুধবার ও বৃহস্পতিবার) নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করেছে সরকার। সেই ছুটির ক্ষতিপূরণ হিসেবে ১৭ ও ২৪ মে—এই দুই শনিবার অফিস খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই সিদ্ধান্তের আলোকে আজ শনিবার সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত ও বেসরকারি সব অফিস খোলা রয়েছে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৭ জুন দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। আগে থেকেই ৫ থেকে ১০ জুন পর্যন্ত ছয় দিনের ঈদের ছুটি নির্ধারিত ছিল। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ১১ ও ১২ জুন অতিরিক্ত ছুটি ঘোষণা করায় এবার সরকারি কর্মচারীরা পাচ্ছেন টানা ১০ দিনের ছুটি।

Nagad