শেখ হাসিনার সম্পদের খোঁজে দুদক

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১:০১ অপরাহ্ণ, মে ১৮, ২০২৫

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবৈধ সম্পদের অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ইতোমধ্যে সংস্থাটি অনুসন্ধান দল গঠন করেছে বলে নিশ্চিত করেছে কমিশনের একটি উচ্চপর্যায়ের সূত্র।

রোববার (১৮ মে) গঠিত ওই দলের নেতৃত্বে রয়েছেন দুদকের উপ-পরিচালক মাসুদুর রহমান। দলটি শেখ হাসিনার স্থাবর ও অস্থাবর সম্পদের হিসাবসহ তার আয়কর সংক্রান্ত নথিপত্র পর্যালোচনা করে প্রকৃত চিত্র উদঘাটনের দায়িত্ব পেয়েছে।

এর আগে, সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে একাধিক অভিযোগে অনুসন্ধান চালাচ্ছে দুদক। এসবের মধ্যে রয়েছে বিদেশে অর্থপাচার, প্রকল্পের অর্থ লুটপাট এবং পূর্বাচলে প্লট জালিয়াতি।

প্লট জালিয়াতি মামলায় চার্জশিট দাখিলের পর আদালত শেখ হাসিনা, তার বোন শেখ রেহানার পরিবারের সদস্য, সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব সালাউদ্দিনসহ ১৪ সরকারি কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

এছাড়া গত ১৫ বছরে দেশের বিমানবন্দর উন্নয়ন প্রকল্পে হাজার হাজার কোটি টাকা লুটপাটের অভিযোগের অনুসন্ধানেও শেখ হাসিনাকে তলব করেছে দুদক। এ মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী ও সাবেক সচিব মোকাম্মেল হককেও। সূত্র; আরটিভি

Nagad