রাঙ্গুনিয়ায় স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণ: ৬ মাস পর মূল আসামি গ্রেপ্তার
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটায় স্কুলে যাওয়ার পথে অপহৃত ও ধর্ষণের শিকার হওয়া সপ্তম শ্রেণির ছাত্রীর ঘটনার মূল অভিযুক্ত আবিদ হাসান রকিকে (২৭) অবশেষে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৮ মে) রাতে সেনাবাহিনীর সহায়তায় মরিয়মনগর ইউনিয়ন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার সোমবার (১৯ মে) বিষয়টি নিশ্চিত করেছেন। রকি মধ্যম সরফভাটা কোরবান আলী সওদাগরের বাড়ির নিজাম উদ্দিনের ছেলে এবং গত বছরের ১৩ নভেম্বর অপহরণের পর থেকে পলাতক ছিলেন।


পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রকিকে গ্রেপ্তার করা হয়। এর আগে, এই ঘটনায় জড়িত আরও চারজনকে গ্রেপ্তার করা হয়েছিল এবং তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অপহরণের ৪৮ ঘণ্টার মধ্যেই ভিকটিম স্কুলছাত্রীকে উদ্ধার করা সম্ভব হয়।
উল্লেখ্য, গত বছরের ১৩ নভেম্বর দুপুরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে সরফভাটা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ওই ছাত্রী অভিযুক্ত রকির নেতৃত্বে কয়েকজন বখাটে কর্তৃক অপহৃত হয়। পরে তাকে চট্টগ্রাম শহরে নিয়ে একাধিকবার ধর্ষণ করা হয়। এই ঘটনায় ছাত্রীর পরিবার থানায় অপহরণ ও ধর্ষণ মামলা দায়ের করে।
ওসি এটিএম শিফাতুল মাজদার জানান, মূল অভিযুক্ত রকি দীর্ঘ ছয় মাস আত্মগোপনে থাকার পর অবশেষে গ্রেপ্তার হয়েছে। সোমবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
মূল আসামি দীর্ঘদিন ধরে ধরা-ছোঁয়ার বাইরে থাকায় স্থানীয় শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছিল। এর আগে তারা কাপ্তাইয়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিলের মতো কর্মসূচিও পালন করে।