১৭ জেলায় বজ্রপাতের পূর্বাভাস, সতর্কতা জারি

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:০৩ পূর্বাহ্ণ, মে ২০, ২০২৫

দেশের ১৭টি জেলায় বজ্রপাত ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে জেলাগুলোর বাসিন্দাদের জন্য সতর্কতাও জারি করা হয়েছে।

সোমবার (১৯ মে) রাত ১০টা থেকে পরবর্তী ২ থেকে ৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, রাজশাহী, নাটোর, পাবনা, যশোর, কুষ্টিয়া, সাতক্ষীরা, খুলনা, ঢাকা, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ী, চাঁদপুর, বরিশাল, কুমিল্লা, ফেনী এবং নোয়াখালী জেলার উপর দিয়ে ৪৫-৬০ কিমি বা তার বেশি গতির দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অফিসের সতর্কতা ও করণীয়:
১. বজ্রপাতের সময় ঘরের ভেতরে থাকুন।
২. জানালা ও দরজা বন্ধ রাখুন।
৩. জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার পরামর্শ।
৪. গাছের নিচে আশ্রয় নেওয়া থেকে বিরত থাকুন।
৫. কংক্রিটের মেঝেতে শয়ন বা দেয়ালে হেলান না দেওয়ার পরামর্শ।
৬. বৈদ্যুতিক ও ইলেকট্রনিক যন্ত্রপাতির প্লাগ খুলে রাখুন।
7. জলাশয় থেকে নিরাপদে সরে যান।
৮. বিদ্যুৎ পরিবাহী বস্তু থেকে দূরে থাকুন।
৯. শিলাবৃষ্টির সময় ঘরের ভেতরে অবস্থান করুন।