কর্মক্ষেত্রে এআই ও মানবসম্পদের সমন্বয় চাইলেন এইচআর পেশাজীবীরা

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৮:০৬ অপরাহ্ণ, মে ২১, ২০২৫

আধুনিক প্রযুক্তির যুগে মানবসম্পদ ব্যবস্থাপনায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) এবং মানবসম্পদের মধ্যে কার্যকর সমন্বয়ের প্রয়োজনীয়তা তুলে ধরেছেন এইচআর পেশাজীবীরা।

মঙ্গলবার (২০ মে) রাজধানীর বেগম রোকেয়া সরণিতে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের প্রধান কার্যালয়ে ‘ইন্টারন্যাশনাল এইচআর ডে ২০২৫’ উপলক্ষে আয়োজিত বিশেষ সেমিনারে এ দাবি জানানো হয়।

‘হিউম্যানিফাই এআই: লিডিং চেঞ্জ টুগেদার’ প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের শতাধিক মানবসম্পদ বিভাগের প্রধান ও কর্মকর্তারা অংশ নেন। সেমিনারটির আয়োজন করে এইচআর ক্লাব বাংলাদেশ এবং পৃষ্ঠপোষকতায় ছিল স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড।

স্মার্ট টেকনোলজিসের হেড অব এইচআর চৌধুরী গোলাম নুর-এ-সানির সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন—স্মার্ট টেকনোলজিসের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ জহিরুল ইসলাম, আকিজ বশির গ্রুপের এইচআর ডিরেক্টর দিলরুবা শারমিন খান, পার্টেক্স গ্রুপের সাবেক সিইও কেএম আলি, ক্রিয়েটিভ বিজনেস গ্রুপের গ্রুপ সিওও জিয়া উদ্দিন মাহমুদ, ব্র্যাক ব্যাংকের ডিএমডি নাজমুন রহিম, হুয়াওয়ে সাউথ এশিয়া এইচআরের সিনিয়র ম্যানেজার ফারা নেওয়াজ, ডন সামদানি ফ্যাসিলিটেশন অ্যান্ড কনসালটেন্সির চিফ ইনস্পায়ারেশনাল অফিসার গোলাম সামদানি ডন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এইচআর ক্লাব বাংলাদেশের প্রেসিডেন্ট এবং এবি ব্যাংক লিমিটেডের প্রধান মানবসম্পদ কর্মকর্তা মো. নজরুল ইসলাম।

বক্তারা বলেন, প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে এইচআর ব্যবস্থাপনাতেও পরিবর্তন আসছে। তবে এআইয়ের পাশাপাশি মানবিক দৃষ্টিভঙ্গি ও মূল্যবোধ বজায় রেখে কাজ করার মাধ্যমে কর্মক্ষেত্রে সুষ্ঠু পরিবেশ ও উৎপাদনশীলতা নিশ্চিত করা সম্ভব।

Nagad