‘ক্রীড়াঙ্গনে দলীয় বিভাজন না করে একে সম্পূর্ণ রাজনীতি মুক্ত রাখা উচিত’

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৭:০৬ অপরাহ্ণ, জুন ২০, ২০২৫

ক্রীড়াঙ্গনে দলীয় বিভাজন না করে একে সম্পূর্ণ রাজনীতি মুক্ত রাখা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২০ জুন) বিকেলে ঠাকুরগাঁও শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে মির্জা রুহুল আমিন স্মৃতি টুর্নামেন্টের ফাইনাল ও সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘খেলাধুলা মানুষের মনন ও চরিত্র গঠনে ভূমিকা রাখে। তাই ক্রীড়াঙ্গনে দলমত ভাগাভাগি করা উচিত নয়। রাজনীতি মুক্ত ক্রীড়াঙ্গন দেশের জন্য মঙ্গল বয়ে আনবে।’

গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় ছাত্র-জনতার অভ্যুত্থানের কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে গণতন্ত্র প্রতিষ্ঠায় আমাদের নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। গত ১৫ বছরে দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে। আমি বিশ্বাস করি এখন সময় এসেছে ধ্বংস হওয়া প্রতিষ্ঠানগুলো নতুন করে গড়ে তোলার। এ দেশকে নতুন করে গড়ে তোলার।

অনুষ্ঠানে তিনি নিজ জেলার ক্রীড়ানুরাগী মানুষদের স্মরণ করেন এবং শহীদদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানান।

ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরীফ, টুর্নামেন্ট আহ্বায়ক নূরে শাহাদাত স্বজন প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

Nagad

১৬ দলের অংশগ্রহণে অনুষ্ঠিত এই ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে পাবনা ক্রিকেটার্স ৬ উইকেটে দিনাজপুর ডোমিনেটরসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।