সাবেক সিইসির সঙ্গে মব জাস্টিসে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে-স্বরাষ্ট্র উপদেষ্টা
সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার সঙ্গে যে ‘মব জাস্টিস’ হয়েছে, সেটি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার (২৩ জুন) সকালে গাজীপুরের মৌচাক হর্টিকালচার সেন্টার পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের তিনি বলেন, “গ্রেপ্তারের আগে পুলিশের সামনেই সাবেক সিইসির সঙ্গে যা ঘটেছে তা অনাকাঙ্ক্ষিত। এটি একটি আইনবহির্ভূত ঘটনা। আমরা এ বিষয়ে তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেব।”


তিনি আরও বলেন, ‘বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, সাবেক নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালকে গ্রেপ্তার করা হয়েছে—যা সঠিক নয়। গ্রেপ্তার হয়েছেন কেবল সাবেক সিইসি কে এম নুরুল হুদা।’
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে এমন এলাকাগুলোতে পুলিশের সংখ্যা না বাড়িয়ে নজরদারি জোরদার করা হবে।
পরিদর্শনকালে জেলা প্রশাসক নাফিসা আরেফিন, গাজীপুরের পুলিশ সুপার মো. সাদেকসহ কৃষি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, রোববার রাতে রাজধানীর উত্তরার ৫ নম্বর সেক্টরের বাসায় একদল লোক সাবেক সিইসি কে এম নুরুল হুদার বাসায় প্রবেশ করে তাকে হেনস্তা করে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, তাকে জুতাপেটা ও গলায় জুতার মালা পরানো হয়। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। রাতেই বিএনপির করা একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখায় পুলিশ।