৩৯ দিন পর খুলল নগর ভবন, এখনও তালাবদ্ধ মেয়র ও প্রকৌশল সেল

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৩:১৬ অপরাহ্ণ, জুন ২৩, ২০২৫

৩৯ দিন বন্ধ থাকার পর অবশেষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নগর ভবনের প্রধান ফটকের তালা খুলে দিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেনের সমর্থকরা। তবে এখনও মেয়র সেল ও প্রকৌশল বিভাগে তালা ঝুলছে।

সোমবার (২৩ জুন) সকাল ৯টার কিছু আগে নগর ভবনের মূল ফটকের তালা খুলে দেওয়া হয়। এর ফলে শুরু হয়েছে স্বাভাবিক নাগরিক সেবা কার্যক্রম। তবে ইশরাক সমর্থকরা ডিএসসিসির কিছু গুরুত্বপূর্ণ বিভাগে তালা দিয়ে রেখেছেন এবং সীমিত পরিসরে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।

ইশরাক হোসেন জানিয়েছেন, ‘নগর ভবনের তালা খুলতে শ্রমিক দল সহায়তা করেছে। আমরা চাইনি নাগরিক সেবায় বিঘ্ন ঘটুক, তাই সীমিত আকারে প্রতীকী আন্দোলন চালিয়ে যাচ্ছি।’

অন্যদিকে আন্দোলন পরিচালনায় সক্রিয় থাকা সাবেক সচিব মশিউর রহমান বলেন, ‘ঢাকাবাসীকে আহ্বান জানাচ্ছি, স্থানীয় সরকার উপদেষ্টার ষড়যন্ত্র রুখে দিয়ে জরুরি নাগরিক সেবা সচল রাখতে সকলে এগিয়ে আসুন। ঢাকাবাসীই দেশের প্রকৃত মালিক।’

তিনি আরও বলেন, ‘যেসব দপ্তর নাগরিক সেবা দিয়ে থাকে—জন্ম-মৃত্যু সনদ, ট্রেড লাইসেন্স, বর্জ্য ব্যবস্থাপনা, ডেঙ্গু প্রতিরোধ, বিদ্যুৎ, পরিবহনসহ—সব কার্যক্রম যাতে নির্বিঘ্নে চলে, তার জন্য সকল কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ দপ্তরে দায়িত্ব পালন করতে বলা হয়েছে।’

মশিউর রহমান আরও অভিযোগ করেন, ‘স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়ার বিরুদ্ধে দেশ-বিদেশে পাহাড়সম দুর্নীতির অভিযোগ রয়েছে। তিনি ডিএসসিসিতে যেসব নিয়োগের উদ্যোগ নিয়েছেন, তা বাস্তবায়ন করতে দেওয়া হবে না।’

Nagad

তিনি হুঁশিয়ার করে বলেন, ‘কোনো দুর্নীতিবাজ কর্মকর্তা নগর ভবনে প্রবেশ করলে তাদের প্রতিহত করা হবে। দায়িত্ব পালনে গাফিলতি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’