Print

সারাদিন

সাভার গাছ থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশিত: ৮:৩৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০২২

সাভার (ঢাকা) প্রতিনিধি:

সাভারে পৌরসভার এলাকায় কাঁঠাল গাছ থেকে জহুর আলী (৫১) নামে এক রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সকালে পৌরসভার পূর্ব জামসিং এলাকার নিহত জহুর আলীর বাড়ীর পাশের বাগানের একটি কাঁঠাল গাছের ডাল থেকে তার মরদেহ উদ্ধার করে।

নিহত জহুর আলী পৌরসভার পূর্ব জামসিং এলাকার মৃত তোতা মিয়ার ছেলে। তিনি রাজমিস্ত্রী হিসেবে কাজ করতেন।

পুলিশ জানান, জহুর আলীর বাড়ীর পাশে সাত্তারের বাগানের একটি কাঁঠাল গাছের উঁচু ডালে সাথে ঝুলন্ত অবস্থায় মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে থানা পুলিশকে খরব দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে মর্গে পাঠায়।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রুবেল মিয়া বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

Nagad
Nagad