Print

সারাদিন

চমেকের অপারেশন থিয়েটারের সামনে থেকে ওষুধসহ গ্রেপ্তার ১

প্রকাশিত: ৬:০৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২২

চট্টগ্রাম সংবাদদাতা

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আরাফাতুল ইসলাম নামে চোর চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ২৫ রকমের ওষুধ উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৭ সেপ্টেম্বর) ভোরে হাসপাতালের অপারেশন থিয়েটারের সামনে থেকে তাকে আটক করা হয়।

চট্টগ্রাম মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চমেক হাসপাতালের অপারেশন থিয়েটারের সামনে থেকে ব্যাগভর্তি ওষুধসহ আরাফাতুলকে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে ২৫ ধরনের ওষুধ পাওয়া গেছে। জিজ্ঞাসাবাদে সে জানায়, অপারেশন থিয়েটারের কর্মচারীরা এসব ওষুধ তার কাছে বিক্রি করেছে।

তিনি আরও বলেন, উদ্ধার করা এসব ওষুধ মূলত রোগীর। যা বিভিন্নভাবে চুরি করে হাসপাতালের কর্মচারীরা। তার সাথে কারা এসব ঘটনার সাথে জড়িত তা তদন্ত করে দেখা হচ্ছে।

চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো: শামীম আহসান বলেন, ভোরে ওষুধসহ একজনকে আটক করা হয়েছে। তার সাথে বেশকিছু ওষুধ পাওয়া গেছে। তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। ওষুধ চুরির ব্যাপারে হাসপাতালে কর্তৃপক্ষ কঠোর। চোর চক্রের সদস্যদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

সারাদিন/১৭ সেপ্টেম্বর/এমবি

Nagad
Nagad