Print

সারাদিন

দেশে আরও ১৪১ জনের করোনা শনাক্ত

প্রকাশিত: ৭:২৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২২

নিজস্ব প্রতিবেদক:

দেশে গত ২৪ ঘণ্টায় নতুনভাবে করোনা শনাক্ত হয়েছে ১৪১ জন। শনাক্তের হিসেবে যা ৯ দশমিক ৬৬ শতাংশ। এসময়ে করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি।

আজ শনিবার (১৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ২০ লাখ ১৭ হাজার ৮৭ জন। করোনায় মৃত্যু হয়েছে ২৯ হাজার ৩৩৯ জনের।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এতে বলা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৮৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৬০ হাজার ৩৩১ জন। সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮৮১টি ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে এক হাজার ৪৬০টি এবং মোট নমুনা পরীক্ষা করা হয়েছে চার হাজার ৪৬০টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৪৮ লাখ ১৮ হাজার ৩৮টি।

এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার নয় দশমিক ৬৬ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৬১ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ১৯ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৫ শতাংশ।

এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ১৪ জন এবং আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৬৮ জন। এ পর্যন্ত মোট আইসোলেশনে এসেছেন চার লাখ ৫০ হাজার ৪৮৮ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র পেয়েছেন চার লাখ ২০ হাজার ৩৩ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ৩০ হাজার ৪৫৫ জন।

Nagad
Nagad

প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।