Print

সারাদিন

আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর

প্রকাশিত: ৮:৩৭ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০২২

সারাদিন ডেস্ক

সেনাবাহিনীতে যোগ না দিতে দেশ ছাড়ছেন রাশিয়ার নাগরিকেরা

ইউক্রেন যুদ্ধে অংশ নিতে সেনাবাহিনীতে যোগ দেওয়ার আহ্বান জানানোর পর থেকে রাশিয়ার নাগরিকেরা দেশ ছাড়তে শুরু করেছেন। রাশিয়া ছাড়তে অনেকে জর্জিয়া সীমান্তে জড়ো হয়েছেন। বিবিসির খবরে বলা হয়েছে, জর্জিয়া সীমান্তে সড়কে কয়েক কিলোমিটার পর্যন্ত গাড়ি জমেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, সীমান্তে গাড়ির যে জটলা তা প্রায় ৫ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয়েছে। এ ছাড়া প্রত্যক্ষদর্শীদের আরেকটি দল জানিয়েছেন, জর্জিয়া সীমান্ত পাড়ি দিতে তাঁদের প্রায় সাত ঘণ্টা সময় লেগেছে। ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে জর্জিয়া সীমান্ত দিয়ে ১ লাখ ৪০ হাজার মানুষ দেশ ছেড়েছেন। তবে রুশ কর্তৃপক্ষ লোকজনের দেশ ছেড়ে পালানোর খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে।জর্জিয়া সীমান্তে নাম প্রকাশে অনিচ্ছুক এক রুশ নাগরিক বিবিসিকে বলেন, তিনি পাসপোর্ট সঙ্গে নিয়ে সীমান্তের দিকে রওনা দিয়েছেন। সঙ্গে তিনি কিছু নেননি। ইউক্রেন যুদ্ধে নতুন করে সেনা পাঠানোর ঘোষণা বুধবার দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপরই ওই ব্যক্তি দেশ ছাড়ার সিদ্ধান্ত নেন। কারণ তিনি এমন একটি দলের মধ্যে পড়েছিলেন যাদের যুদ্ধ করতে ইউক্রেনে পাঠানো হতে পারে। সূত্র: প্রথম আলো

ভারতজুড়ে পিএফআইবিরোধী অভিযানে শতাধিক গ্রেপ্তার
সন্ত্রাসে আর্থিক মদদদানের অভিযোগ

ভারতে কট্টরপন্থী সংগঠন হিসেবে পরিচিত পপুলার ফ্রন্ট অব ইন্ডিয়া (পিএফআই) এবং এর শাখা সোশ্যালিস্ট ডেমোক্রেটিক পার্টি অব ইন্ডিয়ার (এসপিডিআই) বিরুদ্ধে গতকাল বৃহস্পতিবার দেশজুড়ে অভিযান চালানো হয়েছে। জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) ও আইন প্রয়োগকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) যৌথ অভিযানে শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ অভিযানের বিষয়ে গতকাল উচ্চ পর্যায়ের বৈঠকও হয়েছে।এনআইএ সূত্রে খবর, গতকাল ভোররাত থেকে ভারতের ১১ রাজ্যে অভিযান চালাচ্ছে কেন্দ্রীয় সংস্থাগুলো।দিল্লির পিএফআই সভাপতি পারভেজ এবং তাঁর ভাইকে গ্রেপ্তার করা হয়েছে। এই দুজনসহ গতকালের অভিযানে পিএফআই ও এসপিডিআইর সঙ্গে যুক্ত শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। সবচেয়ে বেশি গ্রেপ্তার করা হয়েছে কেরালা থেকে। সূত্র: কালের কণ্ঠ

স্থাপত্য
ফিরছে প্রাকৃতিক শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা

পুরোনোকে ফেলে মানুষ নতুনকে অতিথি করেছে যুগে যুগে। কাঠের লাঙলের জায়গায় এসেছে ট্রাক্টর; নৌকায় যুক্ত হয়েছে ইঞ্জিন; হাতপাখার জায়গা দখল করেছে বৈদ্যুতিক পাখা, শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা। কিন্তু সভ্যতার বিকাশের এ পর্যায়ে মানুষ অনেকটাই সরে গেছে প্রকৃতির কাছ থেকে। এতে ক্ষতি হচ্ছে মানুষেরই। প্রকৃতি বিরূপ আচরণ শুরু করেছে। এ কারণে যন্ত্র ও যান্ত্রিকতা থেকে বের হয়ে আবার প্রকৃতিবান্ধব পথে হাঁটতে চাচ্ছে মানুষ। জ্বালানির ব্যবহার কমাতে উদ্যোগী হচ্ছে অনেক দেশ। ইউরোপে বাড়ছে বাইসাইকেলের ব্যবহার। শীতাতপ যন্ত্রের বদলে অনেক দেশ ভবনে ৪০০ বছরের পুরোনো জালির ব্যবহার শুরু করছে।মোগল সম্রাট শাহজাহান তাঁর স্ত্রী মমতাজ মহলের সমাধিতে নির্মাণ করেন তাজমহল। বিশ্বের অনন্য এ স্থাপত্যকীর্তি সপ্তদশ শতকে নির্মিত হয়। তাজমহলের নির্মাণশৈলী বিস্ময়কর। মার্বেল পাথর দিয়ে নির্মিত এ স্থাপনার দেয়ালে রয়েছে জালির ব্যবহার। এর ভেতরে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র ব্যবহারের প্রয়োজন পড়েনি। তার পরও তাজমহলে প্রবেশ করলে কেউ গরমে অতিষ্ঠ হয়ে ওঠেন না। ‘জালি’র সবচেয়ে কাছের শব্দ ‘জাল’। ভবনের দেয়ালে জালি ছড়িয়ে থাকে জালের মতোই। কিন্তু এটি তৈরি হয় পাথর বা সিমেন্ট দিয়ে। অনেক সময় লোহার জালিও দেখা যায়। ভবনের ভেতরে ঠান্ডা বাতাস ও আলো যাতে সহজেই প্রবেশ করতে পারে, সে জন্য আগেকার মানুষ এ পদ্ধতি বের করেছিলেন। এটা প্রাকৃতিক উপায়ে ভবন শীতলীকরণ ব্যবস্থা। এতে যন্ত্রের ব্যবহার নেই। তাজমহলের চারপাশে এ জালি দেওয়া। এগুলো দামি পাথর কেটে বিশেষ নকশায় নির্মিত। ষোড়শ থেকে অষ্টাদশ শতক পর্যন্ত দক্ষিণ এশিয়ায় নির্মিত অনেক ভবনে এসব জালির ব্যবহার দেখা যায়। ১৭৯৯ সালে রাজপুতদের নির্মিত ভারতের জয়পুরের ‘হাওয়া ভবন’ও একই ধরনের স্থাপত্যকীর্তি। এতে রয়েছে ৯৫৩টি জালির জানালা, যা হিমেল বাতাসকে ভবনের ভেতরে টেনে আনে। প্রয়োজন পড়ে না শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের। সূত্র: সমকাল

Nagad
Nagad

রাশিয়ার শাস্তি ও ভেটো ক্ষমতা কেড়ে নেয়ার দাবি জেলেনস্কির
আগ্রাসনের জন্য জাতিসংঘের কাছে রাশিয়ার ‘ন্যায্য শাস্তি’ দাবি করেছেন ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি। রাশিয়াকে শাস্তির আওতায় আনতে একটি বিশেষ যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল গঠন করার আহ্বান জানান তিনি। আর্থিক ক্ষতিপূরণ এবং নিরাপত্তা পরিষদে মস্কোর ভেটো ক্ষমতা কেড়ে নেয়ারও দাবি জানান ইউক্রেনীয় নেতা। খবর বিবিসি ও রয়টার্স। বুধবার নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে এক ভিডিও ভাষণে এসব দাবি জানান জেলেনস্কি।এছাড়া ইউক্রেনের জন্য আরো সামরিক সহায়তা এবং বিশ্ব মঞ্চে রাশিয়াকে শাস্তি দেয়ার জন্য একটি শান্তি ‘ফর্মুলা’ নির্ধারণ করে দেন তিনি। বক্তব্যের শুরুতেই এ যুদ্ধকে অবৈধ উল্লেখ করে বিপর্যয়কর অশান্তি সৃষ্টির জন্য রাশিয়াকে দায়ী করেন ইউক্রেনের রাষ্ট্রপতি। ভাষণের একপর্যায়ে অধিবেশনে থাকা অনেক বিশ্ব নেতা দাঁড়িয়ে জেলেনস্কিকে অভিবাদন জানান। সূত্র: বণিক বার্তা।

হঠকারী বাইডেন ও পুতিন!

২১ সেপ্টেম্বর, বুধবার পুতিনের দেওয়া ভাষণ যারা শুনেছেন– তাদের বেশিরভাগই আঁতকে উঠতে বাধ্য হয়েছেন। প্রতিক্রিয়া এমন হওয়ারই কথা। কারণ পুতিনের ভাষায় চরম অস্থিরতা ও হুমকির সুর স্পষ্ট ছিল। জাতিসংঘের সাধারণ অধিবেশনে দেওয়া মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ভাষণ– পরিস্থিতি লঘু না করে আরও মন্দের দিকে নিয়ে গেছে। যেহেতু বাইডেন সব দোষের বোঝা নিঃসংকোচে চাপিয়েছেন পুতিনের মাথায়।দুই বিশ্বনেতার এই মারমুখো ভাষণ- প্রতিভাষণের পালা দুনিয়ার জন্য সুখবর নয়। বরং আরও বড় দ্ধের ইঙ্গিত দেয়, যা ইউরোপজুড়ে ছড়িয়ে পড়তে পারে।পুতিন ও বাইডেন দুজনেই মনে করছেন, তারা এভাবে অন্ধের মতো জুয়ো খেলতে পারেন। হয়তো তারা ভুলে যাচ্ছেন, এ খেলায় তাদের দুজনের হার নিশ্চিত। আর একইসাথে মহাবিপন্ন হবে বিশ্ব। ইউক্রেন যুদ্ধে– হয় হার নয়তো বিজয়ই একমাত্র ফলাফল– এমন দৃষ্টিভঙ্গি গ্রহণ করা বিপজ্জনক। কারণ রাশিয়া যদি হারের মুখে ব্যাপক গণবিধ্বংসী অস্ত্রের ব্যবহার করে; অথবা যদি রুশ শাসকগোষ্ঠীর পতনই ঘটে–তাহলে তো বিশ্বের সবচেয়ে বেশি পরমাণু অস্ত্র থাকা একটি দেশ অরাজকতার মধ্যে পড়বে। আরও উগ্র গোষ্ঠীর হাতে তখন যেতে পারে এসব অস্ত্র। এমন ঘটনায় পুতিনের শত্রুদেরও স্বার্থরক্ষা হবে না। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।

পুতিনের ঘোষণায় হুলুস্থুল রাশিয়ায়, গ্রেফতার ১৩০০

হুলুস্থুল অবস্থা রাশিয়ায়। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন যুদ্ধে আরও রুশ সেনা পাঠানো ও পরমাণু যুদ্ধের হুমকি দেওয়ার পরই রীতিমতো তোলপাড় দেশটিতে। অনেকে দেশ ছেড়ে পালাতে চাইছে। এই ঘোষণার পর এর বিরুদ্ধে রাশিয়াজুড়ে বিক্ষোভ করেছে মানুষ। বিক্ষোভ মিছিলে পুলিশ ব্যাপক ধরপাকড় চালিয়েছে। রাশিয়ার স্বতন্ত্র মানবাধিকার সংস্থা ওভিডি-ইনফোর হিসাব মতে, নিরাপত্তা বাহিনী ১ হাজার ৩০০-র বেশি মানুষকে আটক করেছে বুধবার। এদিন সন্ধ্যা ৭টা নাগাদ রাশিয়ার ৩৮টি নগরী থেকে ১ হাজার ৩০০-র বেশি মানুষ গ্রেফতার হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। এর মধ্যে রাজধানী মস্কোতেই গ্রেফতার হয়েছে ৫০২ জন এবং সেন্ট পিটার্সবার্গে ৫২৪ জন। এ ছাড়া, ইরকুতস্ক এবং অন্য সাইবেরিয়ান নগরীগুলো থেকেও কয়েক ডজন বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার পুতিন জাতির উদ্দেশে টেলিভিশনে ভাষণ দেন। এতে তিনি ‘আংশিক সেনা সমাবেশ’ করার ঘোষণা দেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম রাশিয়া এ ধরনের সেনা সমাবেশ করতে যাচ্ছে। এই আংশিক সেনা সমাবেশে ৩ লাখ রিজার্ভ সৈন্যকে ডাকা হবে বলে তিনি জানান। যুদ্ধের ফলাফল নিজেদের পক্ষে আনতে আরও সেনা পাঠাতে চান তিনি। এ লক্ষ্যেই সামরিক বাহিনীর রিজার্ভ সেনাদের একটি অংশকে ডাকার নির্দেশ দিয়েছেন তিনি। এরপরই অনেক রুশ নাগরিক দেশ ছাড়ার সিদ্ধান্ত নেন। পুতিনের ঘোষণার পরপরই রাশিয়া থেকে বাইরের দেশে যাওয়ার ফ্লাইটগুলোর টিকিট দ্রুত বিক্রি হয়ে যায়। এ ছাড়া মানুষের মধ্যে আরেকটি ভয় পুতিন আগেই বলেছিলেন, যে কোনো সময় মার্শাল ল প্রয়োগ করা হতে পারে, সেই সময় রাশিয়া থেকে কেউ দেশ ছাড়তে পারবেন না, তাই আগে ভাগেই শুরু হয়েছে পালানোর প্রক্রিয়া। সূত্র: বিডি প্রতিদিন।

লেবাননে সব ব্যাংক বন্ধ

নিরাপত্তার অভাবে লেবাননের ব্যাংকগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে দেশটির ব্যাংক অ্যাসোসিয়েশন। গত সপ্তাহে দেশটির বেশ কয়েকটি ব্যাংকে ‘ডাকাতি’ ও ব্যাংক কর্মকর্তাদের জিম্মি করে নিজেদের সঞ্চয় উত্তোলনের পর বৃহস্পতিবার এ সিদ্ধান্ত নিল অ্যাসোসিয়েশন। সংস্থাটি বলছে, ‘চলমান পরিস্থিতিতে তাদের কর্মীরা ঝুঁকির মধ্যে রয়েছে। এই ঝুঁকি প্রশমনে সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।’ ২০১৯ সাল থেকেই আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে লেবানন। সাম্প্রতিক সময়ে অবস্থা এতটাই করুণ হয়ে উঠেছে যে, গ্রাহকদের জমানো অর্থ তোলায়ও কঠোর বিধিনিষেধ দিয়েছে সরকার। এই পরিস্থিতিতে নিরুপায় কিছু গ্রাহক গত সপ্তাহে বেশ কয়েকটি ব্যাংকে অস্ত্র নিয়ে কর্মকর্তাদের জিম্মি করে নিজেদের অর্থ উদ্ধার করে। শুক্রবার একই দিনে ৫টি ব্যাংকে এমন ঘটনা ঘটে। এর দুদিন পরও কয়েকটি ঘটনার পর ৩ দিনের জন্য ব্যাংক বন্ধ ঘোষণা করে অ্যাসোসিয়েশন। খোলার কথা ছিল বৃহস্পতিবার। সূত্র; যুগান্তর

নতুন অঞ্চল রক্ষায় পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে রাশিয়া: মেদভেদেভ

রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বলেছেন, মস্কোর অস্ত্রভাণ্ডারে থাকা কৌশলগত পারমাণবিক অস্ত্রসহ যে কোনও অস্ত্র ইউক্রেইনের কাছ থেকে জুড়ে নেওয়া রাশিয়ার নতুন অঞ্চলগুলোকে রক্ষায় ব্যবহার করা হতে পারে।বৃহস্পতিবার তিনি একথা বলেন। এর মধ্য দিয়ে মেদভেদেভ রাশিয়ার পারমাণবিক অস্ত্র ব্যবহার নিয়ে অস্পষ্টতাই যেন দূর করলেন। বর্তমানে রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যানের দায়িত্বে পালন করছেন মেদভেদেভ। তিনি বলেন, ইউক্রেইনে রাশিয়ার অধিকৃত ভূখন্ডের বিস্তীর্ণ অঞ্চলজুড়ে রুশ-স্থাপিত প্রশাসন ও বিচ্ছিন্নতাবাদী কর্তৃপক্ষ গণভোট আয়োজন করছে। এ থেকে আর পিছু হটা যাবে না। সূত্র: বিডি নিউজ

 

করোনা ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে প্রধানমন্ত্রীর উদ্বেগ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোভিড-১৯ মহামারী এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পরিপ্রেক্ষিতে উন্নয়নশীল দেশগুলোর খাদ্য ও জ্বালানি সংকটের পাশাপাশি আর্থিক ও বাণিজ্যিক চ্যালেঞ্জ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) নির্বাহী চেয়ারম্যান অধ্যাপক ক্লাউস শোয়াব-এর সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে প্রধানমন্ত্রী এই উদ্বেগ প্রকাশ করেন।
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৭তম অধিবেশনে অংশগ্রহণের ফাঁকে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সাংবাদিকদের প্রধানমন্ত্রীর আজকের কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।এসব চ্যালেঞ্জ মোকাবেলা, তথ্যপ্রযুক্তির মাধ্যমে আর্থ-সামাজিক উন্নয়নের পাশাপাশি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা এবং বাণিজ্য সম্প্রসারণের ক্ষেত্রে বাংলাদেশ ও ডব্লিউইএফ-এর মধ্যে সহযোগিতা ভবিষ্যতে বাড়বে বলে আশা প্রকাশ করেন শেখ হাসিনা। সূত্র: চ্যানেল আই অনলাইন

৫৫ হাজারের বেশি সেনা হারিয়েছে ইউক্রেন

ইউক্রেনের সেনাবাহিনীর জেনারেল স্টাফ এক টুইট বার্তায় জানিয়েছে, রাশিয়ার সঙ্গে যুদ্ধে তারা ৫৫ হাজার ৫১০ জন সৈন্যকে হারিয়েছে। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। তারপর থেকে এখন পর্যন্ত দুপক্ষেরই বহু সেনা নিহত হয়েছে। টুইট বার্তায় আরও জানানো হয়েছে, ২ হাজার ২৩৬টি ট্যাঙ্ক এবং ৪ হাজার ৭৭৬টি সামরিক যানবাহনও হারিয়েছে ইউক্রেন। এদিকে গত ২৪ ঘণ্টায় ৪শ সেনা নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।ইউক্রেনে রাশিয়ার হামলায় প্রায় এক ট্রিলিয়ন ডলার ক্ষয়ক্ষতি হয়েছে। কিয়েভ সরকারের এক কর্মকর্তা বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেন। যুদ্ধের কারণে দেশটির অর্থনীতি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অর্থনীতি বিষয়ক উপদেষ্টা ওলেগ ওসতেনকো বলেন, প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে এক ট্রিলিয়ন ডলারের কাছাকাছি ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে ইউক্রেন। ফেব্রুয়ারিতে আক্রমণের আগে ইউক্রেনের বার্ষিক জিডিপি যা ছিল এই সংখ্যা তার পাঁচগুণের সমান বলে উল্লেখ করেন তিনি। সূত্র: জাগো নিউজ