Print

সারাদিন

২২টি নতুন উপশাখা উদ্বোধন করলো সোশ্যাল ইসলামী ব্যাংক

প্রকাশিত: ৭:৩৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০২২

নিজস্ব প্রতিবেদক:

সোশ্যাল ইসলামী ব্যাংকের ২২টি নতুন উপশাখার উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২৬ সেপ্টেম্বর) প্রধান কার্যালয় হতে ভার্চুয়াল প্লাটফর্মে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নতুন উপশাখাগুলোর উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান ড. মোঃ মাহবুব উল আলম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জনাব জাফর আলম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ সামছুল হক। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবু রেজা মোঃ ইয়াহিয়া, উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মুহাম্মদ ফোরকানুল্লাহ, মানব সম্পদ বিভাগের প্রধান কাজী ওবায়দুল আল-ফারুক, চীফ রেমিট্যান্স কর্মকর্তা এবং প্রায়োরিটি ব্যাংকিং ইউনিটের প্রধান জনাব মোঃ মোশাররফ হোসাইন, মার্কেটিং এন্ড ব্র্যান্ড কমিউনিকেশন বিভাগের প্রধান মোঃ মনিরুজ্জামান এবং ব্রাঞ্চেস কন্ট্রোল এন্ড জেনারেল ব্যাংকিং বিভাগের প্রধান জনাব সাইফ আল-আমীন।

এছাড়াও অনুষ্ঠানে ব্যাংকের সংশ্লিষ্ট শাখাসমূহের ব্যবস্থাপক ও উপশাখার ইনচার্জ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নতুন ২২টি উপশাখা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কসবা, সিরাজগঞ্জের চান্দাইকোনার শেরপুর, বগুড়ার নন্দীগ্রাম, ময়মনসিংহের ফুলবাড়ীয়া, ঢাকার গুলিস্তান, মেরাদিয়া, বেড়াইদ, ওয়ারী, গরীব-ই-নেওয়াজ এভিনিউয়ের রানাভোলা, কেরানীগঞ্জের শুভাঢ্যা, নাটোরের চাঁচকৈড়, দিনাজপুরের রানীরবন্দরের পাকেরহাট, গাজীপুরের সালনা বাজার, নড়াইলের কালিয়ার চাচুড়ী বাজার, রংপুরের ধাপ, গাইবান্ধার গোবিন্দগঞ্জের রাণীগঞ্জ বাজার, কিশোরগঞ্জের মিঠামইন, ভৈরবের সরারচর, কুমিল্লার নায়েরগাঁওয়ের মলয় বাজার, বরিশালের বাকেরগঞ্জ, জামালপুরের ইসলামপুর এবং চট্টগ্রামের চাতরীতে।

Nagad
Nagad