Print

সারাদিন

সারাদেশে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা

প্রকাশিত: ৫:২২ অপরাহ্ণ, অক্টোবর ২, ২০২২

নিজস্ব প্রতিবেদক:

উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হওয়ায় রবিবার (২ অক্টোবর) সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টায় আরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

অবহাওয়া অফিসের বুলেটিনে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়া ও বিজলি চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি অথবা ভারি বর্ষণ হতে পারে।দেশে ২৪ ঘণ্টায় আরও বৃষ্টি হতে পারে।

রাজশাহীর তাড়াশ এবং রংপুরের সৈয়দপুরে সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াসে এবং খুলনা বিভাগের কুমারখালীতে সর্বনিম্ন তাপমাত্রা ২১ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

বুলেটিনে বলা হয়েছে, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে, মৌসুমী বায়ুর অক্ষ উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে।

বুলেটিন অনুসারে এর একটি বর্ধিতাংশ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। ইউএনবি

Nagad
Nagad