Print

সারাদিন

মসনদ হারালো সৌরভ গাঙ্গুলী

প্রকাশিত: ৫:২৭ অপরাহ্ণ, অক্টোবর ১৮, ২০২২

খেলাধুলা ডেস্ক

ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি হিসেবে সৌরভ গাঙ্গুলীর পথচলা শেষ হলো। ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী দলের সদস্য রজার বিনি বসলেন বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) মসনদে।

মঙ্গলবার (১৮ অক্টোবর) মুম্বইয়ে বোর্ডের ৯১তম বার্ষিক সাধারণ সভার পরই রজার বিনিকে ৩৬তম বিসিসিআই’র সভাপতি হিসেবে ঘোষণা করা হয়েছে।

২০১৯ সাল থেকে সৌরভ গাঙ্গুলীর কাঁধে ছিলো বিসিসিআই’র সভাপতির দায়িত্ব। আজ থেকে তিনি হলেন বিসিসিআই’র সাবেক সভাপতি।

মুম্বইতে বিসিসিআই’র এজিএমে উপস্থিত ছিলেন সৌরভ। নতুন বোর্ড সভাপতি রজার বিনিকে শুভেচ্ছাও জানিয়েছেন সদ্য সাবেক বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলী।

বিনির উদ্দেশে সৌরভ বলেন, “আমি রজারকে (বিনি) শুভেচ্ছা জানাই। ওর আগামী দিনগুলো ভালো কাটুক এই কামনা করি। এবার নতুন দল বিসিসিআই’কে এগিয়ে নিয়ে যাবে। বিসিসিআই দুর্দান্ত হাতে রয়েছে। ভারতীয় ক্রিকেট শক্তিশালী। আমি সকলকে শুভেচ্ছা জানাই।”

বিসিসিআই’র নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পরে রজার বিনি জানান, শীঘ্রই তিনি বোর্ডের আধিকারিকদের সাথে আলোচনা করবেন কীভাবে ভারতীয় ক্রিকেটারদের চোট পাওয়ার প্রবণতা কমানো যায়।

Nagad
Nagad

রজার বিনি বলেন, “বিসিসিআই সভাপতি হিসেবে, আমি প্রাথমিকভাবে দু’টি বিষয়ে ফোকাস করতে চাই। প্রথমত, প্লেয়ারদের চোট প্রতিরোধ করা। জসপ্রীত বুমরা বিশ্বকাপের ঠিক আগে চোট পেলেন, যা পুরো পরিকল্পনাতেই প্রভাব ফেলল। দ্বিতীয়ত, আমি দেশের পিচগুলিতে ফোকাস করতে চাই। ভারতের উইকেটগুলো আরও প্রাণবন্ত হওয়া উচিত। তা হলে আমরা যখন বিদেশে যাব, এখানে খেলার অভিজ্ঞতা আমাদের খেলোয়াড়দের সাহায্য করবে।”

সারাদিন/১৮ অক্টোবর/এমবি