Print

সারাদিন

৩০ অক্টোবর থেকে জাতীয় সংসদের ২০তম অধিবেশন শুরু

প্রকাশিত: ৮:৪৭ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০২২

সারাদিন ডেস্ক

আগামীকাল রোববার (৩০ অক্টোবর) শুরু হচ্ছে জাতীয় সংসদের ২০তম অধিবেশন। চলতি বছরের ৫ম এ অধিবেশন এই দিন বিকেল সাড়ে ৪টায় শুরু হবে। এর আগে বিকেল ৩টায় কার্যউপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে।

এ অধিবেশন দুই সপ্তাহের মতো চলতে পারে বলে সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সাংবিধানিক ক্ষমতাবলে ১২ অক্টোবর এ অধিবেশন আহ্বান করেন।

প্রথম দিনে চলতি সংসদের সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে তার ওপর আনা শোক প্রস্তাবের আলোচনা অনুষ্ঠিত হবে।

১১ সেপ্টেম্বর সাজেদা চৌধুরী মারা যান। প্রথম দিনের বৈঠকে শোকপ্রস্তাবের ওপর আলোচনা শেষে অন্যান্য কার্যক্রম স্থগিত করে বৈঠক মুলতবি করা হবে। তবে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হবে।

এবারের অধিবেশনও কোভিড স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হবে। প্রতিবারের মতো এবারও কোভিড পরীক্ষা করা হবে।

Nagad
Nagad

এবারের অধিবেশনে কয়েকটি বিল পাসের সম্ভাবনা রয়েছে। এছাড়া দুই/একটি বিল উপস্থাপনও হতে পারে বলে জানা গেছে।