Print

সারাদিন

চয়নিকার সিনেমায় বুবলী

প্রকাশিত: ৫:৪৯ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০২২

বিনোদন ডেস্ক

ব্যক্তিগত জীবন নিয়ে বর্তমানে বেশি আলোচিত নাম ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা শবনম বুবলী। তবে ব্যক্তিগত জীবন একপাশে রেখে সিনেমায় মনোযোগ দিয়েছেন এই নায়িকা। চয়নিকা চৌধুরী পরিচালিত ‘প্রহেলিকা’ চলচ্চিত্রে অভিনয় করছেন তিনি।

বুধবার (০২ নভেম্বর) থেকে শুরু হয়েছে ‘প্রহেলিকা’ সিনেমার শুটিং। যার প্রধান চরিত্রে অভিনয় করেছেন নায়িকা বুবলী। বুবলীর বিপরীতে নায়ক হয়ে পর্দায় আসছেন টেলিভিশন নাটকের অভিনেতা মাহফুজ আহমেদ।

ইতোমধ্যে সিলেটে সংলাপের দৃশ্যধারনের মাধ্যমে সিনেমার শুটিং হয়েছে। সব মিলিয়ে ২৮ দিন শুটিং করে কাজ শেষ হবে এই সিনেমার দৃশ্যধারণ। সিনেমাটিতে চারটি গান আছে। একটির শুটিং হবে বান্দরবানের থানচিতে। বাকি গান এবং সিনেমার দৃশ্য সিলেটে করবেন বলে জানা গেছে।

সিনেমাটি প্রসঙ্গে চয়নিকা বলেন, “প্রহেলিকা অর্থ রহস্য। তাই শুটিং শেষের আগপর্যন্ত সবকিছু রহস্যই থাক। প্রেক্ষাগৃহে গিয়ে দর্শকেরা রহস্য উন্মোচন করুক। নিশ্চিত করে বলতে পারি, ছবিটি দেখার সময় দর্শকেরা মেঝের দিকে তাকিয়ে পপকর্ন খাবে না, পর্দার দিকে তাকিয়েই তারা পপকর্ন খাবে।”

সারাদিন/০২ নভেম্বর/এমবি

Nagad
Nagad