Print

সারাদিন

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

প্রকাশিত: ১০:৫৬ পূর্বাহ্ণ, নভেম্বর ৯, ২০২২

লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের লোহাকুচি সীমান্তে বিএসএফের গুলিতে দুজন বাংলাদেশির নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

নিহতরা হলেন, উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের মহিষতলী গ্রামের মৃত সানোয়ারের ছেলে ওয়াজ করনি (৩৫) ও একই গ্রামের সাদেকের ছেলে আইনাল হক (৩০)।

বুধবার (৯ নভেম্বর) সকালে ওই সীমান্তের ৯২১-২২নং পিলার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বুধবার ভোরে ভারতীয় গরু ব্যবসায়ীদের সহায়তায় কয়েকজন বাংলাদেশি লোহাকুচি সীমান্তে গরু পারাপার করতে যান। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর ৭৫ ব্যাটালিয়নের কৈমারী বটফর ক্যাম্পের সদস্যরা গুলি ছুড়লে আনোয়ার ও ওয়াসকুরুনি মারা যান।

ভেলাবাড়ি ইউনিয়ন পরিষদের সদস্য জমসের আলী জানান, বুধবার ভোরে ওই সীমান্তে কিছু লোক গরু পারাপার করতে গেলে তাদের লক্ষ্য করে বিএসএফ গুলি চালায়। এ সময় গুলিতে দুজন মারা যান।

ভেলাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী জানান, বিএসএফের গুলিতে নিহত দুজনের লাশ তাদের নিজ নিজ বাড়িতে রাখা হয়েছে।

Nagad
Nagad