Print

সারাদিন

ভারতকে ৭ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড

প্রকাশিত: ৫:৫৯ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০২২

খেলাধুলা ডেস্ক

সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে ভারতকে ৭ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড। টম লাথাম ও কেন উইলিয়ামসনের রেকর্ড জুটিতে এই জয়ে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেলো নিউজিল্যান্ড।

শুক্রবার (২৬ নভেম্বর) অকল্যান্ডে টস হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে টপ-অর্ডারের তিন ব্যাটারের হাফ-সেঞ্চুরিতে ৫০ ওভারে ৭ উইকেটে ৩০৬ রানের বড় সংগ্রহ পায় ভারত।

দুই ওপেনার অধিনায়ক শিখর ধাওয়ান ৭২, শুভমান গিল ৫০ এবং তিন নম্বরে নামা শ্রেয়াস আইয়ার ৮০ রান করেন। বল হাতে নিউজিল্যান্ডের টিম সাউদি-লুকি ফার্গুসন ৩টি করে উইকেট নেন।

৩০৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২০ ওভারের মধ্যে ৮৮ রানেই ৩ উইকেট হারায় নিউজিল্যান্ড। এরপর চতুর্থ উইকেটে ১৬৫ বলে অবিচ্ছিন্ন ২২১ রানের জুটি গড়ে উইলিয়ামসন ও লাথাম দলের জয় নিশ্চিত করেছেন।

ওয়ানডেতে নিউজিল্যান্ডের পক্ষে চতুর্থ উইকেটে এটিই সর্বোচ্চ রানের জুটি। ওয়ানডে ক্রিকেটে সপ্তম সেঞ্চুরি তুলে ১৪৫ রানে অপরাজিত থাকেন লাথাম। ১০৪ বল খেলে ১৯টি চার ও ৫টি ছক্কা মারেন তিনি। ৭টি চার ও ১টি ছক্কায় ৯৮ বলে অপরাজিত ৯৪ রান করেন উইলিয়ামসন। ম্যাচ সেরা হন লাথাম।

হ্যামিল্টনের সেডন পার্কে নিউজিল্যান্ডের বিপক্ষে আগামীকাল (২৭ নভেম্বর) রোববার ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলবে ভারত।

Nagad
Nagad

সারাদিন/২৬ নভেম্বর/এমবি