Print

সারাদিন

আয়কর রিটার্ন দেওয়ার সময় একমাস বাড়ল

প্রকাশিত: ৫:২৪ অপরাহ্ণ, নভেম্বর ৩০, ২০২২

নিজস্ব প্রতিবেদক:

আয়কর রিটার্ন দেয়ার সময় এক মাস বাড়ানো হয়েছে। নতুন সময় অনুযায়ী ৩১ ডিসেম্বর পর্যন্ত আয়কর দেয়া যাবে। ১ নভেম্বর শুরু হয়ে ৩০ নভেম্বর করসেবা মাস শেষ হওয়ার কথা ছিল।

জাতীয় রাজস্ব বোর্ডের(এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম এ ঘোষণা দেন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য ড. সামস উদ্দিন আহমেদ

বুধবার (৩০ নভেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের সম্মেলন কক্ষে ‘যথাযথ কর প্রদানের মাধ্যমে করদাতাদের রাষ্ট্রের উন্নয়নে অংশগ্রহণ নিশ্চিতকরণ’ শীর্ষক সেমিনারে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক মোহম্মদ মুসলিম চৌধুরী। বক্তব্য রাখেন, এনবিআরের সদস্য প্রদ্দুত কুমার সরকার, মাসুদ সাদিক ও বিসিএস কর একাডেমির মহাপরিচালক ফজলুল হক।

সারাদিন. ৩০ নভেম্বর

Nagad
Nagad