Print

সারাদিন

শৈলকুপা মাঠে কৃষকের লাশ উদ্ধার

প্রকাশিত: ৬:১২ অপরাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০২২

সারাদিন ডেস্ক

ঝিনাইদহের শৈলকুপায় হাসান মণ্ডল (৩৫) নামের এক কৃষকের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৩০ ডিসেম্বর) বিকেলে উপজেলার ত্রিবেণী ইউনিয়নের শেখপাড়া ত্রিবেণী মাঠের মধ্যে শৈলকুপা থানা পুলিশ এ লাশ উদ্ধার করেছে।

তিনি উপজেলার ত্রিবেণী ইউনিয়নের আনন্দনগর গ্রামের সৌকত মণ্ডলের ছেলে।

স্থানীয়দের সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে উপজেলার শেখপাড়া-ত্রিবেণী দুলালপুরে মাঠে লাশটি দেখতে পায় কৃষকেরা।পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। তবে তিনি সকালে বাড়ি ছিলেন বলেও জানান পরিবারের লোকেরা।

ওসি আমিনুল ইসলাম জানান, প্রাথমিকভাবে এখানে বিষের বোতল ও মিষ্টি পাওয়া গিয়েছে। সন্দেহজনকভাবে আত্মহত্যা করেছে বলে আমরা আলামত উদ্ধার করেছি। তবে এটি একটি রহস্যজনক মৃত্যু বলে ধারণা করছি। বিস্তারিত ময়না তদন্তের পরে জানানে যাবে।

সারাদিন. ৩১ ডিসেম্বর

Nagad
Nagad