প্রকাশিত: ১২:৪৭ অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০২৩
সারাদিন ডেস্ক
বিএনপিতে ‘উকিল–বার্তা’
সরকারের পরোক্ষ আনুকূল্য নিয়ে উপনির্বাচনে উকিল আবদুস সাত্তারের স্বতন্ত্র প্রার্থী হওয়াকে ‘সতর্কবার্তা’ হিসেবে দেখছে বিএনপি।
সরকার পরিবর্তনের লক্ষ্যে বিএনপি জাতীয় সংসদ থেকে পদত্যাগ করে যুগপৎ আন্দোলন গড়ে তোলার চেষ্টা করছে। এমন একটা সময়ে দলের পুরোনো নেতা উকিল আবদুস সাত্তার ভূঁইয়ার উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়াকে ‘সতর্কবার্তা’ হিসেবে দেখছে বিএনপি। দলটি মনে করছে, আগামী নির্বাচনে সরকারের দিক থেকে যেসব কূটকৌশল নেওয়া হতে পারে, সাত্তারের ঘটনায় তার একটি প্রকাশ পেয়েছে। বিএনপির দায়িত্বশীল নেতারা বলছেন, উকিল আবদুস সাত্তার যেভাবে সরকারের ফাঁদে পা দিয়ে উপনির্বাচনে প্রার্থী হয়েছেন, তাতে দলীয় ঐক্য ও সংহতি কিছুটা হোঁচট খেয়েছে। আগামী জাতীয় নির্বাচনের প্রাক্কালে আরও নেতাকে এভাবে ফাঁদে ফেলতে পারে। তাই এটা দলের অনেক নেতা সতর্কবার্তা বা শিক্ষা হিসেবে দেখছেন। তাঁদের কেউ কেউ এ ঘটনাকে ‘উকিল–বার্তা’ বলেও মন্তব্য করছেন। দলের উচ্চপর্যায়ের সূত্র বলছে, উকিল আবদুস সাত্তারের ঘটনায় বিএনপি খুব একটা বিচলিত নয়। কারণ, জাতীয় নির্বাচনের আগে এ ধরনের ঘটনা যে ঘটতে পারে, তা আগে থেকে দলের শীর্ষ নেতৃত্বের মাথায় ছিল। তবে নির্বাচনের এক বছর আগেই এমনটা হবে, সেটা হিসাবে ছিল না। সূত্র; প্রথম আলো
ফের শৈত্যপ্রবাহ, পঞ্চগড়ে হাড় কাঁপানো শীত
আবারও মৃদু শৈত্যপ্রবাহের কবলে উত্তরের জেলা পঞ্চগড়। আজ শুক্রবার সকাল ৯টায় ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। গতকাল বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াস। সপ্তাহজুড়ে ঘনকুয়াশা আর হিমশীতল বাতাসে শুরু হয়েছে হাড় কাঁপানো শীত। এর আগে গত শুক্রবার (৩০ ডিসেম্বর) থেকে টানা চারদিন সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে ছিল। তবে মঙ্গলবার থেকে ১০ থেকে ১২ এর মধ্যেই উঠানামা করছিল তাপমাত্রা। বৃহস্পতিবার বিকেল থেকে কুয়াশা বাড়তে থাকে। শুক্রবার সকাল ১০টার পরও সূর্যের মুখ দেখা যায়নি। ঘন কুয়াশার কারণে প্রতিদিন দুপুর পর্যন্ত হেডলাইট জ্বালিয়ে চলাচল করে যানবাহন। পথচারী, রিকশা ও ভ্যান চালক ও দুঃস্থদের খড়কুটো জ্বালিয়ে আগুন পোহাতে দেখা গেছে। কনকনে শীতের কারণে চরম দুর্ভোগে পড়েছে নিম্ন আয়ের মানুষ। সূত্র:সমকাল
চোখ ধাঁধানো উদ্বোধনের অপেক্ষা
প্রস্তুত পূর্বাচল ৩০০ ফুট এক্সপ্রেসওয়ে, দুই পাশেই চলছে উন্নয়নযজ্ঞ, গড়ে উঠছে হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠানসহ নানা স্থাপনা, হুহু করে বাড়ছে জমির দাম
দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম দৃষ্টিনন্দন সড়ক ‘পূর্বাচল ৩০০ ফুট এক্সপ্রেসওয়ে’ এখন আর স্বপ্ন নয়। ভৌত অবকাঠামোর অধিকাংশ কাজ সম্পন্ন হয়ে গেছে। চলছে শেষ সময়ের সৌন্দর্যবর্ধন ও খুঁটিনাটি কাজ। এরই মধ্যে খুলে দেওয়া হয়েছে বেশির ভাগ লেন। ১৪টি লেনবিশিষ্ট দেশের সবচেয়ে চওড়া ও দ্রুতগতির সড়কটি দিয়ে দিন-রাত শাঁ শাঁ করে ছুটে চলছে যানবাহন। সড়কের দুই পাশের পাড় বাঁধানো খালে টলমল করছে স্বচ্ছ পানি। সড়কের মাঝখানের মিডিয়ানে লাগানো হচ্ছে দেশি-বিদেশি গাছ। দ্রুতগতিতে এগিয়ে চলছে ল্যাম্পপোস্ট বসানোর কাজ। চলতি মাসের শেষ বা আগামী ফেব্রুয়ারির শুরুতেই সড়কটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের জন্য প্রস্তুত করতে চায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। সংশ্লিষ্টরা বলছেন, ৩০০ ফুট এক্সপ্রেসওয়েটি পুরোপুরি চালু হলে শুধু নতুন শহর পূর্বাচলের সঙ্গেই নয়, নারায়ণগঞ্জ, গাজীপুর, নরসিংদী, সিলেট, চট্টগ্রাম, কিশোরগঞ্জসহ দেশের উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্বাঞ্চলের সঙ্গে রাজধানী -সূত্র: বিডি প্রতিদিন।
মিরপুরে গৃহায়ন কর্তৃপক্ষের ১১ হাজার বিঘা জমি বেহাত
রাজধানীর অন্যতম ঘনবসতিপূর্ণ এলাকা মিরপুর। এখানকার বিভিন্ন সেকশনে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের জমি বেদখল হয়েছে ১০ হাজার ৮৮৯ বিঘা, সরকারি হিসাবে যার বর্তমান বাজারমূল্য ৫৪ হাজার ৪৪২ কোটি টাকা। বছরের পর বছর এসব জমি বেদখল থাকলেও উদ্ধারে কোনো পদক্ষেপ নেয়নি প্রতিষ্ঠানটি। এমনকি বেদখল জমি সম্পর্কিত কোনো তথ্যও গৃহায়ন কর্তৃপক্ষের কাছে নেই। জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের প্লট-ফ্ল্যাট বরাদ্দ-ব্যয় ও সংশ্লিষ্ট হিসাবসংক্রান্ত ২০১৯-২০ অর্থবছরের কমপ্লায়েন্স অডিট প্রতিবেদনে এ নিয়ে আপত্তি তুলে কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল বাংলাদেশ (সিএজি) জানিয়েছে, মিরপুরের বিভিন্ন সেকশনে গৃহায়ন কর্তৃপক্ষের মোট জমি ৩ হাজার ৬১৫ দশমিক ৬৫ একর (প্রায় ২ লাখ ১৮ হাজার ৭৪৭ কাঠা বা ১০ হাজার ৯৫৭ বিঘা)। এর মধ্যে শুধু ৪৭৪টি আবাসিক প্লটের (৯৭৬ কাঠা) তালিকা বা হিসাব দিতে পেরেছে গৃহায়ন কর্তৃপক্ষ। বাকি প্রায় ২ লাখ ১৭ হাজার ৭৭১ কাঠা (১০ হাজার ৮৮৯ বিঘা) জমির কোনো ধরনের বরাদ্দ, বণ্টন, বিক্রির তথ্য পাওয়া যায়নি। এমনকি এগুলো কর্তৃপক্ষের দখলে থাকারও কোনো প্রমাণ পায়নি সিএজি। একটি সংস্থার জন্য ভূমি ব্যবস্থাপনা খুবই দরকার। তারা যদি এটা করতে বা অবৈধ দখল উচ্ছেদ করতে না পারে তাহলে আমাদের দায়িত্ব দিক। আমরা চ্যালেঞ্জ নিয়ে বলছি, বেদখল এক ইঞ্চি জমিও উদ্ধার করে জনগণের কল্যাণে ব্যবহার করব।গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের একটি প্রতিষ্ঠান জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ। এ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিভিন্ন অনিয়ম ও জনবান্ধব প্রতিষ্ঠান না হওয়ার কারণেই জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের বিপুল সম্পত্তি বেদখল হয়েছে। বেদখল হওয়া সম্পত্তি উদ্ধারে নতুন করে কাজ করেছে মন্ত্রণালয়। সূত্র: বণিক বার্তা।
৬০ হাজারের ফটোকপিয়ার দেড় লাখে
লুটপাটের আয়োজন গরিবের প্রকল্পে
গ্রামের গরিব মানুষের ভাগ্যোন্নয়নে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) গ্রহণ করে পল্লী জীবিকায়ন প্রকল্প-৩ (পজীপ)। পাঁচ বছর মেয়াদি এই প্রকল্পে ২২২টি ফটোকপিয়ার মেশিন কেনার সিদ্ধান্ত হয় গত বছরের শুরুর দিকে। তখন দেশের বাজারে তোশিবা ব্র্যান্ডের ‘ই-স্টুডিও ২৮২৩ এএম’ মডেলের একটি ফটোকপিয়ারের মূল্য ছিল ৬০ হাজার টাকা। অথচ মূল্যর চেয়ে আড়াইগুণ বেশি ১ লাখ ৬০ হাজার টাকায় দাপ্তরিক প্রাক্কলিত ব্যয় ধরে স্পেসিফিকেশন ও বাজার দর নির্ধারণ করে কমিটি। পরে গ্লোরী অফিস সল্যুশন প্রতিটি মেশিন সরবরাহ করে ১ লাখ ৫৯ হাজার ৫০০ টাকা করে। অথচ এ প্রতিষ্ঠানই বিআরডিবি’র আগে একই পণ্য অন্যত্র দেয় ৬০ হাজার টাকায়। যা ফটোকপিয়ার ক্রয়ের টেন্ডারে অভিজ্ঞতা হিসাবেও উল্লেখ করেছে প্রতিষ্ঠানটি। এরপরও চড়া দামে প্রতিষ্ঠানটি থেকে ফটোকপিয়ার মেশিন ক্রয়ের মাধ্যমে কোটি টাকারও বেশি লোপাট হয়েছে। আরও কোটি টাকার বেশি লোপাটের আয়োজন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। যুগান্তরের অনুসন্ধানে উঠে এসেছে, ফটোকপিয়ার ক্রয়ের মাধ্যমে লোপাটের আয়োজন করতে ধাপে ধাপে গুরুতর অনিয়ম হয়েছে। লঙ্ঘন করা হয়েছে পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা (পিপিআর)। পছন্দের প্রতিষ্ঠানকে কাজ দিতে পিপিআর বহির্ভূত অবাস্তব শর্ত দেওয়া হয়েছে টেন্ডার ডকুমেন্টে। শুধু কাজ পাইয়ে দেওয়ার ক্ষেত্রেই নয়, বিল পরিশোধেও অনন্য রেকর্ড হয়েছে এক্ষেত্রে। কার্যাদেশটি দেওয়া হয় গত বছরের ২৮ জুন। এর পরদিনই ১১১টি সরবরাহকৃত পণ্যের বিল পরিশোধ করা হয় গ্লোরী অফিস সল্যুশনকে। অথচ সংশ্লিষ্টরা বলছেন, কোনোক্রমেই এক মাসের নিচে বিল পরিশোধের সুযোগ নেই। কারণ কার্যাদেশ প্রদানের পর মালামাল সরবরাহের জন্য প্রস্তুত, গুণগত মান যাচাই, বিভিন্ন উপজেলায় পাঠানোসহ সামগ্রিক আনুষ্ঠানিকতা সম্পন্ন করতেই এই সময় লেগে যায়। এছাড়া দ্বিতীয় ধাপে চলতি অর্থবছরে আরও ১১১টি পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের কাছ থেকে গ্রহণ করা হয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, কিছুদিনের মধ্যেই এর বিল পরিশোধ করা হতে পারে। এটা পরিশোধ হলে সম্পন্ন হবে দুই কোটি টাকারও বেশি লোপাটের আয়োজন। সূত্র: যুগান্তর
ডলার সংকটে আয় আটকে থাকায়, ফ্লাইটের সংখ্যা কমাচ্ছে বিদেশি এয়ারলাইনগুলো
বাংলাদেশ হয়ে বিভিন্ন আন্তর্জাতিক রুটে সপ্তাহে সাধারণত ১৪টি ফ্লাইট পরিচালনা করতো টার্কিশ এয়ারলাইনস। বাংলাদেশ থেকে তুরস্কগামী ফ্লাইটের টিকিট বিক্রির ২৪ মিলিয়ন ডলার স্থানীয় মুদ্রা- টাকায় দেশের ব্যাংকগুলোতে রেখেছে তারা। টিকেট বিক্রির এ আয় পাঠাতে না পারায় আকাশপথে যাত্রীবাহী সংস্থাটি গত নভেম্বর থেকে সপ্তাহে মাত্র ৭টি ফ্লাইট পরিচালনা করছে। বাংলাদেশ ব্যাংকের একজন প্রতিনিধি জানিয়েছেন, এক্ষেত্রে তাদের কিছু করণীয় নেই। টার্কিশ এয়ারলাইনসের মতোই সিঙ্গাপুর এয়ারলাইনস, মালিনদো এয়ার, কুয়েত এয়ারওয়েজ এবং ক্যাথে প্যাসিফিকের মতো বেশিরভাগ বিদেশি এয়ারলাইন তাদের বাংলাদেশগামী ও বাংলাদেশ ছেড়ে যাওয়া ফ্লাইটের সংখ্যা কমিয়েছে একই কারণে। এ তথ্য জানা গেছে- অ্যাসোসিয়েশন অভ ট্রাভেল এজেন্টস অভ বাংলাদেশ (এটিএবি বা আটাব) এর সূত্রে। এদিকে, ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন (আইএটিএ)-র ৭ ডিসেম্বর প্রকাশিত সংবাদ বিবৃতি অনুসারে, প্রত্যাবাসনের জন্য ২০৮ মিলিয়ন ডলারের এয়ারলাইন তহবিল আটকে রাখায় বাংলাদেশ – নাইজেরিয়া এবং পাকিস্তানের পরে – বিশ্বে তৃতীয় স্থানে রয়েছে। জানা যাচ্ছে, বৈশ্বিক ডলার সংকটের মধ্যে ক্ষয়প্রাপ্ত বৈদেশিক মুদ্রা রিজার্ভকে চাঙ্গা রাখার জন্য এ তহবিল ব্যবহার করা হয়েছে। আইএটিএ আন্তর্জাতিক চুক্তি এবং চুক্তির বাধ্যবাধকতার সাথে সামঞ্জস্য রেখে– টিকিট বিক্রয় এবং অন্যান্য কার্যক্রম থেকে এয়ারলাইনগুলির অর্জিত রাজস্ব প্রত্যাবাসনের ক্ষেত্রে সমস্ত বাধা অপসারণ করতে সরকারগুলোর প্রতি আহ্বান জানিয়েছে- সূত্র; বিজনেস স্ট্যান্ডার্ড।
উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে দক্ষ জনশক্তির তাগিদ এফবিসিসিআইর
সরকার ঘোষিত বিভিন্ন অর্থনৈতিক লক্ষ্যমাত্রা অর্জনে দেশে দক্ষ জনশক্তি গড়ে তোলার ওপর জোর দেওয়ার আহ্বান জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। এজন্য প্রচলিত শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি প্রতিটি জেলা ও উপজেলায় কারিগরি ও ভোকেশনাল প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনেরও তাগিদ দিয়েছে সংগঠনটি।
বৃহস্পতিবার জাতীয় অর্থনৈতিক নীতি ও পরিকল্পনা, অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এসডিজি ও ভিশন-২০৪১ অর্জনবিষয়ক এফবিসিসিআইর স্ট্যান্ডিং কমিটির দ্বিতীয় বৈঠকে এ আহ্বান জানানো হয়। রাজধানীর মতিঝিলে সংগঠনের নিজস্ব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সূত্র: কালবেলা
যে পাঁচ ইস্যুতে বাংলাদেশ প্রেমিয়ার লীগ বিতর্কিত
‘ঢাকা প্রেমিয়ার লীগও এর থেকে ভালোভাবে হয়’- বাংলাদেশ প্রেমিয়ার লীগ শুরুর ঠিক দুই দিন আগে এই টুর্নামেন্টের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসানের এমন এক মন্তব্যে তোলপাড় পড়ে গেছে বিপিএলের মান নিয়ে। সাকিব বলেছেন, ক্যারিবিয়ান প্রেমিয়ার লীগ কিংবা পাকিস্তান সুপার লীগও এর চেয়ে অনেক ভালো হয়। আজ মাশরাফী বিন মোত্তর্জাও সাকিব আল হাসানের কথার সাথে সুর মিলিয়ে বলেছেন, “ক্রিকেট বোর্ডকে দেখতে হবে দলের মালিক লাভ করে কি না। লাভ করলেই চেহারা বদলে যাবে।” সূত্র; বিবিসি বাংলা।
বাংলাদেশ এখন বিশ্বের ৩৫তম বড় অর্থনীতির দেশ
বাংলাদেশ এখন বিশ্বের ৩৫তম বড় অর্থনীতির দেশ। বিশ্ব অর্থনীতির কঠিন চ্যালেঞ্জের বছরেও বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) আকার অনেক বেড়েছে। আর তাতে ভর করেই বিশ্বের ৫০টি বৃহত্তম অর্থনীতির দেশের তালিকায় ঢুকে গেল বাংলাদেশের নাম।আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পরিসংখ্যানের ভিত্তিতে তৈরি করা এই তালিকায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে রয়েছে শুধু ভারত ও বাংলাদেশ। এর মধ্যে বিদায়ী ২০২২ সালে ৪৬০ বিলিয়ন ডলার জিডিপি ছিল বাংলাদেশের। এর আগের বছর বিশ্ব অর্থনীতিতে এই অবস্থান ছিল ৪১, সে সময় বাংলাদেশের জিডিপির আকার ছিল ৩৯৭ বিলিয়ন ডলার।আইএমএফের পরিসংখ্যানের বরাতে কানাডার অনলাইন প্রকাশনা সংস্থা ভিজ্যুয়াল ক্যাপিটালিস্টে গত ২৯ ডিসেম্বর প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। দেশগুলোর জিডিপি নিরিখেই এ তালিকা করা হয়েছে। সূত্র: দৈনিক আমাদের সময়