প্রকাশিত: ১:০৬ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০২৩
সাভার প্রতিনিধি;
সাভার পৌর এলাকা থেকে নাশকতার মামলারসহ একাধিক মামলার আসামী হাসান মাহবুব মাস্টার (৪৫) নামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক নেতাকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৬ জানুয়ারি) সন্ধ্যা ছয়টার দিকে এসব তথ্য নিশ্চিত করছেন সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুন। এর আগে আজ ( ৬ জানুয়ারি) দুপুরে তাকে সাভার পৌর এলাকার ডগরমোড়া থেকে আটক করা হয়।
হাসান মাহবুব মাস্টার সাভার পৌর এলাকার ডগরমোড়ার বাসিন্দা। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলা শাখার সহকারী সেক্রেটারির দায়িত্ব পালন করে আসছিলেন।
এ বিষয়ে সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুন জানান, সাভার পৌরসভার ডগরমোড়া এলাকায় অভিযান চালিয়ে হাসান মাহবুব মাস্টারকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগসহ আরও একাধিক মামলা রয়েছে। আগামীকাল (৭ জানুয়ারি) আটক হাসান মাহবুবকে আদালতে প্রেরণ করা হবে বলে জানান তিনি।