প্রকাশিত: ৪:৪৫ অপরাহ্ণ, জানুয়ারি ৮, ২০২৩
পটুয়াখালী প্রতিনিধি:
কলাপাড়ায় অনিয়ম ও দুর্নীতিতে আলোচিত সহকারী কমিশনার (ভূমি) মো. আবু বক্কর সিদ্দিকীকে অবশেষে প্রত্যাহার করে বরিশাল বিভাগীয় কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-১ শাখার সিনিয়র সহকারী সচিব মর্তুজা আল-মুঈদ স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়েছে বলে রবিবার গণমাধ্যমকে অবহিত করা হয়।
তথ্য সূত্রে জানা যায়, কলাপাড়াা উপজেলা ভূমি অফিসে যোগদানের পর থেকেই সরকারি খাস জমিতে বহুতল ভবন স্থাপনা, ই-নাম জারিসহ বিভিন্ন সরকারি কর্মকাণ্ড পরিচালনায় অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়ে পড়েন এসিল্যান্ড আবু বক্কর সিদ্দিকী (পরিচিতি নম্বর ১৮২০২)। এ নিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ জমা পড়ে তার বিরুদ্ধে।
রবিবার বিষয়টি গণমাধ্যমকে জানানো হয়। অবশেষে রাষ্ট্রপতির আদেশক্রমে ৫ জানুয়ারি ২০২৩ জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-১ শাখার সিনিয়র সহকারী সচিব মর্তুজা আল মুঈদ তার প্রত্যাহার আদেশে স্বাক্ষর করেন। যা সদয় অবগতির জন্য ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে মন্ত্রী পরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ও রাষ্ট্রপতির কার্যালয়ের জন বিভাগের সচিব বরাবর আদেশের অনুলিপি প্রেরণ করা হয়।
এবিষয়ে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শঙ্কর চন্দ্র বৈদ্যর কাছে জানতে তার মুঠো ফোনে বারবার চেষ্টা করেও সংযোগ না পাওয়ায় তার বক্তব্য জানা যায়নি।