Print

সারাদিন

আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর

প্রকাশিত: ১২:৩৮ অপরাহ্ণ, জানুয়ারি ১৩, ২০২৩

সারাদিন ডেস্ক

জাপানে নৌশক্তি বাড়াবে যুক্তরাষ্ট্র
জাপানি প্রতিরক্ষা পরিকল্পনার ভিত্তিতে ওয়াশিংটন-টোকিওর যৌথ পরিকল্পনা

চীনের হুমকি মোকাবেলায় যুক্তরাষ্ট্র ও জাপান সাগরে যৌথ শক্তি বাড়ানোর দিকে মনোযোগ দিতে যাচ্ছে। পারস্পরিক সমঝোতা অনুযায়ী, যুক্তরাষ্ট্র মিত্র দেশ জাপানের ভূখণ্ডে আরো ক্ষমতাসম্পন্ন নৌশক্তির পরিধি বাড়াবে বলে জানানো হয়েছে। ওয়াশিংটন সূত্রে বুধবার এই কথা জানা যায়।কয়েক সপ্তাহ আগেই যুক্তরাষ্ট্রের এশীয় মিত্র জাপান তাদের ইতিহাসে সবচেয়ে উচ্চাভিলাষী সামরিক ব্যয়ের পরিকল্পনা প্রকাশ করে। ওই সময় টোকিও দাবি করে, চীন ও উত্তর কোরিয়ার সৃষ্ট আঞ্চলিক হুমকি বৃদ্ধির পরিপ্রেক্ষিতেই তাদের এই মহাপরিকল্পনা। এসংক্রান্ত বিস্তারিত পরিকল্পনা প্রকাশের পর জাপান তার প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রীদের ওয়াশিংটনে পাঠায়। দুই পক্ষের মধ্যে বৈঠকের পর জাপানে যুক্তরাষ্ট্রের সহায়তায় সামরিক উপস্থিতি বাড়ানোর এই নতুন পরিকল্পনা সামনে এলো। বুধবার প্রকাশিত বিবৃতিতে ‘ক্রমবর্ধমানভাবে মারাত্মক হওয়া নিরাপত্তা পরিবেশের পরিস্থিতি বিবেচনায় নিয়ে জোটের আধুনিকায়নের’ অঙ্গীকারের কথা বলা হয়। সূত্র: কালের কণ্ঠ

কিংবদন্তি সংগীতশিল্পী এলভিস প্রিসলির মেয়ে লিসা মারা গেছেন

‘রক অ্যান্ড রোলের রাজা’খ্যাত এলভিস প্রিসলির একমাত্র মেয়ে লিসা মেরি প্রিসলি মারা গেছেন। খবর রয়টার্সের।গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের একটি হাসপাতালে মারা যান এই সংগীতশিল্পী। তাঁর মা প্রিসিলা প্রিসলি এই তথ্য জানিয়েছেন। ত্যুকালে লিসার বয়স হয়েছিল ৫৪ বছর। তাঁর মা প্রিসিলা এক বিবৃতিতে বলেন, অত্যন্ত দুঃখভারাক্রান্ত হৃদয়ে তিনি একটি মর্মান্তিক খবর সবাইকে জানাচ্ছেন। তাঁর মেয়ে লিসা সবাইকে ছেড়ে চলে গেছেন।প্রিসিলা তাঁর বিবৃতিতে বলেন, লিসা ছিল তাঁর জানা সবচেয়ে উত্সাহী, শক্তিশালী ও স্নেহময় নারী। বিনোদন ওয়েবসাইট টিএমজেডের তথ্য অনুযায়ী, লিসা লস অ্যাঞ্জেলেসের শহরতলি ক্যালাবাসাসে তাঁর বাড়িতে হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছিলেন। বৃহস্পতিবার তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল।লিসা ১৯৬৮ সালে জন্মগ্রহণ করেন। ১৯৭৭ সালে সালে তাঁর বাবা এলভিস মারা যান। তখন লিসার বয়স ছিল মাত্র ৯ বছর। সূত্র: প্রথম আলো

জেমস ওয়েবে সৌরজগতের বাইরের গ্রহ

গ্রহটিকে এর আগে ‘এলএইচএস ৪৭৫ হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়েছিল, যার ব্যাস পৃথিবীর ব্যাসের সঙ্গে ৯৯% মিলে যায়। নাসার ট্রানজিটিং এগজোপ্ল্যানেট সার্ভে স্যাটেলাইট (টিইএসএস) পর্যবেক্ষণ ডেটাতে প্রথম দেখার পরে গ্রহটিকে ওয়েব দ্বারা পর্যবেক্ষণ করার জন্য বেছে নেওয়া হয়েছিল। এক বছর হয়ে গেল মহাকাশে চরকিপাক খেয়ে চলেছে আধুনিক প্রজন্মের জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ। বিগত কয়েক মাসে জেমস ওয়েব, মহাকাশের একঝাঁক গ্রহ নক্ষত্রের অবিশ্বাস্য কিছু ছবি তুলে ধরেছে। এবার যে প্রকৃত অর্থেই প্ল্যানেট হান্টার হিসেবে নিজেকে মেলে ধরতে সক্ষম হলো টেলিস্কোপটি। অক্টান নক্ষত্রমন্ডল অবস্থিত পাথুরে এ গ্রহ আমাদের থেকে ৪১ আলোকবর্ষ দূরে অবস্থিত। জ্যোতির্বিজ্ঞানী কেভিন স্টিভেনসন এবং মেরিল্যান্ডের জনস হপকিন্স ইউনিভার্সিটি অ্যাপ্লাইড ফিজিক্স ল্যাবরেটরিতে পোস্টডক্টরাল ফেলো জ্যাকব লুস্টিগ-ইয়েগারের নেতৃত্বে গবেষকদের একটি দল ওয়েব টেলিস্কোপ ব্যবহার করে এ গ্রহটি পর্যবেক্ষণ করে। হোস্ট নক্ষত্রের সামনে দিয়ে যাওয়ার সময় গ্রহটিকে দেখতে পান তারা। একটি মহাজাগতিক বস্তুর সামনে দিয়ে আরেকটি মহাজাগতিক বস্তু প্রদক্ষিণ করাকে ট্রানজিট বলা হয়। গবেষকরা নতুন এ গ্রহের দুটি ট্রানজিট দেখতে পান। সিয়াটলে আমেরিকান অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির ২৪১তম সভায় বুধবার গ্রহ আবিষ্কারের ঘোষণাটি দেওয়া হয়। জেমস ওয়েবই একমাত্র টেলিস্কোপ যা পৃথিবীর আকারের যেসব এক্সোপ্ল্যানেট রয়েছে, সেগুলোর বায়ুমন্ডল অনুসন্ধানের ক্ষমতা রাখে। নতুন আবিষ্কৃত গ্রহটিতে বায়ুমন্ডল রয়েছে কি না তা জানতে গবেষকরা একাধিক আলোর তরঙ্গদৈর্ঘ্য দিয়ে পরীক্ষানিরীক্ষা চালান। তবে গ্রহটিতে আদৌ বায়ুমন্ডল আছে কি না তা নিয়ে সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্তে পৌঁছাননি তারা। তবে, লুস্টিগ-ইয়েগার বলেন, ‘গ্রহটিতে শনির চাঁদ টাইটানের মতো ঘন মিথেন-যুক্ত বায়ুমন্ডল থাকার সম্ভাবনা নেই বললেই চলে।’ সূত্র: বিডি প্রতিদিন।

Nagad
Nagad

ব্রাসিলিয়ায় দাঙ্গা: তদন্তে কাজ করবে ব্রাজিল যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতারা

রাজধানী ব্রাসিলিয়ায় দাঙ্গার তদন্তে ব্রাজিল ও যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতারা একত্রে কাজ করবেন বলে প্রাথমিক আলোচনা শুরু করেছেন। ব্রাজিলের পক্ষ থেকে চাওয়া সংসদ সদস্যদের সহযোগিতায় যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনে দুই বছর আগের তাণ্ডবের তদন্ত করা মার্কিন আইনপ্রণেতারা থাকবেন। বিষয়টি সম্পর্কে অবগত দুই ব্যক্তি এ তথ্য নিশ্চিত করেছেন। খবর রয়টার্স। সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর কট্টর সমর্থকরা সম্প্রতি ব্রাজিলের বর্তমান প্রেসিডেন্ট লুলা দ্য সিলভাকে উৎখাতে সেনা অভ্যুত্থান চেয়ে রাজধানীতে বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনার দখল নিয়ে সেখানে তুমুল ভাঙচুর ও অরাজকতা চালায়।২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটলে ডোনাল্ড ট্রাম্প সমর্থকদের হামলার তদন্তের দায়িত্বে থাকা প্রতিনিধি পরিষদের কমিটি সম্প্রতি বিলুপ্ত হয়েছে। ওই কমিটির চেয়ারম্যান বেনি থমসন আইনপ্রণেতাদের একজন, যাঁর কার্যালয়ের সঙ্গে ব্রাজিলে দাঙ্গার তদন্তে থাকা দেশটির আইনপ্রণেতাদের যোগাযোগ হয়েছে। আলোচনা এখনও প্রাথমিক পর্যায়ে থাকায় নিজের নাম প্রকাশ করতে রাজি হননি তিনি। সূত্র: সমকাল

অতিরিক্ত কাজের চাপে মানসিকভাবে বিপর্যস্ত নার্সরা
দেশে নার্স আছে চাহিদার ২৮ শতাংশ

গোটা দেশেই এখন নার্স সংকট প্রকট রূপ ধারণ করেছে। নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি অধিদপ্তর ও বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিলের তথ্য অনুযায়ী, দেশে এখন নার্সের প্রয়োজন তিন লাখের বেশি। যদিও নিবন্ধিত নার্স আছেন ৮৪ হাজার। সে হিসেবে দেশে নার্স আছে প্রয়োজনের তুলনায় মাত্র ২৮ শতাংশ। প্রতি চিকিৎসকের বিপরীতে তিনজন নার্স থাকার কথা থাকলেও রয়েছেন দশমিক ৩০ জন। আবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানদণ্ড অনুযায়ী, প্রতি ১০ হাজার জনসংখ্যার বিপরীতে ২৩ জন নার্স থাকার কথা। যদিও বাংলাদেশে এ সংখ্যা তিনজন। সব মিলিয়ে কাজের বাড়তি চাপ নিয়েই হাসপাতালগুলোয় সেবা দিচ্ছেন নার্সরা। এর মধ্যেও সামাজিক ও প্রাতিষ্ঠানিক বৈরিতা, উপযুক্ত পরিবেশের অভাব, রোগীর স্বজনদের দুর্ব্যবহার, প্রাতিষ্ঠানিক অস্বচ্ছতা, পদোন্নতির ঘাটতিসহ কর্মক্ষেত্রে নানা পরিস্থিতি মোকাবেলা করতে হয় তাদের। পেশাগত জীবনে এমন নানামুখী চাপ প্রভাব ফেলছে তাদের মানসিক স্বাস্থ্যের ওপর। স্বাস্থ্য খাতের অপরিহার্য এ কর্মী বাহিনীর অধিকাংশকেই এখন নানামুখী মানসিক স্বাস্থ্যসংশ্লিষ্ট সমস্যা মোকাবেলা করতে হচ্ছে।জনস্বাস্থ্যবিদরা বলছেন, স্বাস্থ্যসেবা একটি দলগত প্রচেষ্টা। এ দলের প্রধান চিকিৎসক আর দ্বিতীয় ব্যক্তি হলেন নার্স। এখানে চিকিৎসকরা রোগীর রোগের ধরন এবং কী ধরনের চিকিৎসা লাগবে সেটি নির্ধারণ করেন। আর নার্সরা সে নির্দেশনা অনুযায়ী কাজ করেন। এজন্য নার্সদের পেশাগত দক্ষতার পাশাপাশি রোগীর সঠিক চিকিৎসা নিশ্চিতে শারীরিক ও মানসিক সুস্বাস্থ্য এবং সামাজিকভাবে সুস্থ জীবনযাপনের অধিকারী হতে হবে। এ মানসিক সুস্বাস্থ্য বিঘ্নিত হলে তারা সুচারুভাবে দায়িত্ব পালন করতে পারবেন না। এ কারণে পৃথিবীর সব দেশে চিকিৎসক ও নার্সদের মানসিক স্বাস্থ্যের ওপর গুরুত্ব দেয়া হয়। চাপমুক্ত সুন্দর কর্মক্ষেত্রকে মানসিক স্বাস্থ্য ভালো রাখার অন্যতম প্রভাবক হিসেবে দেখছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ লেলিন চৌধুরী। বণিক বার্তাকে তিনি বলেন, ‘আন্তর্জাতিক মান অনুযায়ী একজন চিকিৎসকের বিপরীতে তিনজন নার্স থাকতে হয়। সেখানে বাংলাদেশ গড়ে দুজন চিকিৎসকের বিপরীতে একজন নার্স রয়েছেন। অর্থাৎ একজন নার্সের কাজের বোঝা যতটুকু থাকা দরকার, তার চেয়ে ছয় গুণ বেশি টানতে হচ্ছে তাদের। এ কাজের বোঝা তাদের ক্লান্ত করে থাকে। উৎসাহ-উদ্দীপনাকে শ্লথ করে দেয়। এ কাজের বোঝা টানতে গিয়ে তারা রোগী ও তাদের স্বজনদের সঙ্গে যেমন নার্সসুলভ আচরণ করার কথা, সেটি করতে পারেন না।’তিনি আরো বলেন, ‘পৃথিবীর অন্যান্য দেশে নার্সদের যেমন মর্যাদা রয়েছে বাংলাদেশে তেমন নেই। সামাজিকভাবেও তারা অবমূল্যায়িত। সামাজিকভাবে ক্ষমতাবানরা তাদের কিছুটা তাচ্ছিল্যের চোখেও দেখে। নার্সরা ভালো না থাকলে রোগী ভালো সেবা পাবে না। এজন্য পর্যাপ্ত নার্স নিয়োগ দিয়ে তাদের প্রশিক্ষণ দিতে হবে। যথাযথ পদায়নের জায়গা নিশ্চিত করতে হবে।’ সূত্র: বণিক বার্তা।

এবার কি বরফ পড়বে দিল্লিতে?

শীতে জবুথবু ভারতের পশ্চিমবঙ্গ। তবে তার থেকেও বেশি ঠান্ডার সঙ্গে লড়াই করছে উত্তর ভারত। শৈত্যপ্রবাহ চলছে সেখানে, তাপমাত্রা পৌঁছেছে শূন্যের দোরগোড়ায় । এই চরম শৈত্যপ্রবাহ থেকে মুক্তিলাভের আশায় বসে রয়েছে দিল্লি, হরিয়ানা, পাঞ্জাবসহ গোটা উত্তর ভারত। কিন্তু আশার খবর শোনাতে পারল না দেশটির আবহাওয়া দপ্তর। বলছে, চলতি সপ্তাহে উত্তর ভারতে আরও ঠান্ডা নামবে। আগামী সপ্তাহে তাপমাত্রার পারদ হিমাঙ্কের নিচেও নেমে যেতে পারে। আগামী দিনকয়েকের মধ্যেই দিল্ল্নি, পাঞ্জাব, হরিয়ানাসহ বিস্তীর্ণ অঞ্চলে তাপমাত্রা মাইনাস চার ডিগ্রিতে পৌঁছতে পারে। টাইমস অব ইন্ডিয়া। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর বৃহস্পতিবার জানিয়েছে, আগামী ১৪ থেকে ১৯ জানুয়ারির মধ্যে উত্তর ভারতজুড়ে শৈত্যপ্রবাহ প্রবাহিত হবে। এটি চরম পর্যায়ে পৌঁছবে ১৬ থেকে ১৮ জানুয়ারি। হালকা বৃষ্টির জেরে আগামী কয়েকদিন দিল্লিতে হিমাঙ্কের সমান তাপমাত্রা থেকে মুক্তি মিললেও রাজধানী ও পার্শ্ববর্তী রাজ্যগুলোতে বিক্ষিপ্তভাবে শৈত্যপ্রবাহ জারি থাকবে বলেই জানা গেছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, দিল্লিসহ উত্তর ভারতের তাপমাত্রার ওঠানামার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ঘন কুয়াশা। সূত্র: যুগান্তর।

মহাসাগরে উষ্ণতা বৃদ্ধির রেকর্ড
পৃথিবীর মহাসাগরগুলোর উষ্ণতা বৃদ্ধির হার গত বছর রেকর্ড পর্যায়ে পৌঁছেছিল বলে জানিয়েছে পরিবেশবিষয়ক একটি মার্কিন সাময়িকী। ‘অ্যাডভান্সেস ইন অ্যাটমোস্ফেরিক সায়েন্সেস’ নামের এই সাময়িকীতে গত বুধবার প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনের বরাত দিয়ে মার্কিন সংবাদ প্রতিষ্ঠান সিএনএন বৃহস্পতিবার জানায়, বায়ুমণ্ডলে তাপের চাপ এবং ক্ষতিকর গ্যাস আটকে পড়ার কারণে মহাসাগরগুলোর উষ্ণতা ২০২২ সালে টানা চতুর্থ বছরের মতো রেকর্ড মাত্রায় বেড়েছিল। বিশ্বব্যাপী ১৬টি ইনস্টিটিউটের বিজ্ঞানীদের একটি আন্তর্জাতিক দলের সমীক্ষায় দেখা যায়, এ যাবৎকালে সমুদ্রের জন্য পাঁচটি উষ্ণতম বছর গত ছয় বছরে দেখা গেছে। যে গতিতে মহাসাগরগুলো উষ্ণ হচ্ছে, তা ক্রমশ দ্রুততর হচ্ছে। ১৯৫০ সালের তুলনায় সমুদ্রপৃষ্ঠ থেকে ২ হাজার মিটার (৬ হাজার ৫৬০ ফুট) গভীরের তাপমাত্রাও উদ্বেগজনকভাবে বেড়েছে। সূত্র; দৈনিক বাংলা।

ফিফার বর্ষসেরার তালিকায় দাপট যাদের

বর্ষসেরা ফুটবলারদের তালিকা ঘোষণা করেছে ফিফা। ১৪ জনের তালিকায় সর্বোচ্চ চারজন আছেন পিএসজির। লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে, নেইমারের সঙ্গে এই তালিকায় জায়গা পেয়েছেন মরক্কোর আশরাফ হাকিমি। তবে এই তালিকায় নেই ক্রিশ্চিয়ানো রোনালদোসহ পর্তুগালের কারও নাম। ২০২২ সালে ম্যানইউর সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন রোনালদো। এ ছাড়া কাতার বিশ্বকাপেও ব্যর্থ। সে কারণেই হয়তো সেরাদের তালিকায় স্থান পাননি সিআরসেভেন।এদিকে প্রত্যাশিতভাবে জায়গা পেয়েছেন কাতার বিশ্বকাপের সেরা ফুটবলার মেসি ও সর্বোচ্চ গোলদাতা এমবাপ্পে। তালিকায় স্থান পাওয়া রিয়াল মাদ্রিদের তিন তারকা হচ্ছেন ফ্রান্সের করিম বেনজেমা, ক্রোয়েশিয়ার লুকা মদ্রিচ ও ব্রাজিলের ভিনিসিয়ুস জুনিয়র। সূত্র: কাল বেলা

সোলেডার শহর ‘ছেড়ে যাবার কথা বিবেচনা করছে’ ইউক্রেনীয় বাহিনী

ইউক্রেন বলছে পূর্বাঞ্চলীয় সোলেডার শহরে এখনও প্রচণ্ড যুদ্ধ চলছে, তবে সামরিক বাহিনীর একজন মুখপাত্র আভাস দিয়েছেন যে তাদের কম্যান্ডাররা সোলেডার থেকে নিজেদের প্রত্যাহার করে নেবার কথা বিবেচনা করছেন। ইউক্রেনের ডেপুটি প্রতিরক্ষামন্ত্রী হান্না মালিয়ার সোলেডারের পরিস্থিতি তার ভাষায় “কঠিন” বলে উল্লেখ করেন। শহরটির বড় এলাকাই ধ্বংস হয়ে গেছে বলে খবরে বলা হচ্ছে।ইউক্রেনীয় মুখপাত্রটি বলছেন, বাখমুট শহরের নিকটবর্তী সোলেডারে তাদের সৈন্যরা রুশ ওয়াগনার বাহিনীর ‘সবচেয়ে ভালোভাবে প্রস্তুতি নেয়া’ যোদ্ধাদের বিরুদ্ধে লড়াই করছে।বুধবারই ওয়াগনারের প্রধান ইয়েভগেনি প্রিগোশিন দাবি করেন যে সোলেডার শহরটি তার বাহিনী দখল করেছে। তবে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে যে যুদ্ধ এখনো চলছে। সূত্র্র: বিবিসি বাংলা।

ব্রাজিলের নিরাপত্তা বাহিনীতে বোলসোনারো অনুগতদের রাখবেন না লুলা

ব্রাজিলের নিরাপত্তা বাহিনী থেকে সাবেক প্রেসিডেন্ট জাইর বোলসোনারোর কট্টর সমর্থকদের বাদ দেওয়া হবে বলে জানিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট লুয়িজ ইনাসিও লুলা দ্য সিলভা। রাজধানী ব্রাসিলিয়ায় দেশের ক্ষমতার কেন্দ্রগুলোতে সরকারবিরোধী উচ্ছৃঙ্খল জনতাকে তাণ্ডব চালাতে নিরাপত্তা বাহিনীর সদস্যরা সহযোগিতা করেছে বলে বৃহস্পতিবার অভিযোগ করেছেন তিনি।লুলার জ্যেষ্ঠ সহযোগীরা বলেছেন, নিরাপত্তা বাহিনীর যারা ওই ঘটনায় সহযোগিতা করেছেন তাদের শনাক্ত করে বাদ দেওয়ার কাজটি জটিল হবে।কিন্তু বোলসোনারোর সমর্থকদের প্রেসিডেন্ট প্রাসাদে তাণ্ডব চালাতে দেওয়ার জন্য কারা দায়ী তদন্তকারীরা তা খতিয়ে দেখতে শুরু করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। “মিলিটারি পুলিশের মধ্যে অনেকেই এতে সহযোগিতা করেছে। সশস্ত্র বাহিনীরও অনেকে সহযোগিতা করেছে,” সাংবাদিকদের বলেছেন লুলা। সূত্র বিডি নিউজ