Print

সারাদিন

আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর

প্রকাশিত: ১১:১৯ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৪, ২০২৩

সারাদিন ডেস্ক

আফগানিস্তানে অত্যাধুনিক সুপারকার মাডা ৯

২০২১ সালের আগস্টে আফগানিস্তানের ক্ষমতা পুনর্দখল করে তালেবান। এরপর নানা চেষ্টা করলেও আন্তর্জাতিক অঙ্গনে স্বীকৃতি জোটেনি খুব একটা। নারীশিক্ষা নিয়ে সমালোচনার মুখে আছে দেশটি। দশ বছরের শাসনে মেলে আন্তর্জাতিক বিনিয়োগ। এত কিছুর পরও আফগানিস্তানকে উন্নয়নশীল দেশ হিসেবে তুলে ধরতে উন্মুখ তালেবান। এবার তারা ঘোষণা দিল দেশীয় প্রযুক্তিতে প্রথমবারের মতো গাড়ি তৈরির। তারা বলছে, এটি সুপারকার। কেউ কেউ স্পোর্টস কারও বলছেন।আফগানিস্তানের সংবাদ সংস্থা খামা নিউজ ও টাইমস নাউর খবরে বলা হয়েছে, গাড়িটির নাম এনটপ মাডা ৯। অত্যাধুনিক লুকে গাড়ি তৈরির বিষয়টি প্রাথমিক স্তরেই আছে। তবে তালেবান বলছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই সর্বসমক্ষে আনা হবে গাড়িটি। কাতারে এক প্রদর্শনীতে গাড়িটি উন্মোচিত হবে। গাড়ি তৈরিতে পাঁচ বছর ধরে কাজ চলছে। ‘এনটোপ’ নামের একটি সংস্থার সঙ্গে আফগান সংস্থা আফগানিস্তান টেকনিক্যাল ভোকেশনাল ইনস্টিটিউট (এটিভিআই) কাজ করছে। তারাই তৈরি করবে মাডা ৯। আপাতত গাড়িটির মাধ্যমেই আন্তর্জাতিক আঙিনায় নিজেদের উন্নতির কথা সবাইকে জানাতে মরিয়া তালেবান।

সাগরে যাবে পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের পানি
জাপানের সিদ্ধান্তে উদ্বিগ্ন প্রতিবেশীরা

২০১১ সালের ভূমিকম্প ও সুনামিতে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত ফুকুশিমা পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের ১০ লাখ টনেরও বেশি পানি এ বছরই সাগরে ছাড়ার পরিকল্পনা করেছে জাপান। প্রাকৃতিক বিপর্যয়ের উপর্যুপরি আঘাতে বিদ্যুেকন্দ্রটির চুল্লির বড় ধরনের ক্ষতি হয়েছিল।ফুকুশিমার পরিচালনাকারী কম্পানি টেপকোর কর্তৃপক্ষ বলেছে, যথাযথ প্রক্রিয়ায় বিশোধনের (ট্রিটমেন্ট) পর সবচেয়ে মারাত্মক তেজস্ক্রিয় কণার উপস্থিতির মাত্রা জাতীয় গ্রহণযোগ্য মানে এনে ওই পানি ছাড়া হবে। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ) বলেছে, জাপানের প্রস্তাব নিরাপদ। তবে প্রতিবেশী দেশগুলো এ নিয়ে তাদের উদ্বেগের কথা জানিয়েছে। ১৯৮৬ সালে ইউক্রেনের চেরনোবিল পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের দুর্ঘটনার পর থেকে ফুকুশিমার বিপর্যয় সবচেয়ে মারাত্মক তেজস্ক্রিয় দুর্ঘটনা। জাপানি কর্তৃপক্ষ জানিয়েছে, পরমাণু বিদ্যুৎ কেন্দ্রটি বন্ধ করে দেওয়ার কাজ চলছে, যা শেষ হতে দীর্ঘ চার দশকের মতো সময় লেগে যেতে পারে। সূত্র: কালের কণ্ঠ

ইউক্রেন যুদ্ধে জড়াচ্ছে বেলারুশ
দুই দেশের একসঙ্গে সামরিক মহড়া
বছর হতে চলল ইউক্রেনে-রাশিয়া যুদ্ধের। তবে এ যুদ্ধ সম্ভবত আর দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকছে না। যুদ্ধে অংশ নিতে পারে বেলারুশও। এমনই ইঙ্গিত দিলেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা আলেক্সে পোলিশেচুক। গতকাল তাস নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ ইঙ্গিত দেন। যদিও তার বক্তব্য, যদি ইউক্রেন বেলারুশ বা রাশিয়ার কোনো ভূখন্ড দখলের চেষ্টা করে তবে ইউক্রেন-রাশিয়া যুদ্ধে নামতে পারে বেলারুশ।
গত ২৪ ফেব্রুয়ারি সামরিক অভিযান শুরু করে রাশিয়া। ইউক্রেনে রুশ অভিযানের শুরু থেকেই রাশিয়ার পক্ষে কাজ করছে বেলারুশ। অভিযানের পর থেকে দেশ দুটি একসঙ্গে কয়েকটি সামরিক মহড়া চালিয়েছে। তখন থেকে আশঙ্কা করা হচ্ছিল যে বেলারুশ ইউক্রেন যুদ্ধে জড়িয়ে পড়তে পারে। তবে বেলারুশ বলে আসছে, তারা ইউক্রেন যুদ্ধে জড়াবে না। কিন্তু লুকাশেঙ্কো রুশ বাহিনীকে ভূখন্ড ব্যবহার করে ইউক্রেনের উত্তরাঞ্চলে আক্রমণের সুযোগ করে দেয় বেলারুশ। এর মধ্যে দুইবার বেলারুশ সফরও করেছেন রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। সূত্র: বিডি প্রতিদিন।

সমুদ্রপথে রাশিয়ার অপরিশোধিত জ্বালানি তেল রফতানি ৯% কমেছে

Nagad
Nagad

ইউরোপীয় ইউনিয়নের অবরোধ ও মূল্য বেঁধে দেয়ার সিদ্ধান্তের প্রথম মাসে সমুদ্রপথে রাশিয়ার অপরিশোধিত জ্বালানি তেল রফতানি ৯ শতাংশ কমেছে। তুরস্কভিত্তিক আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার অপরিশোধিত জ্বালানি তেল রফতানি দিনপ্রতি ৩০ লাখ ব্যারেলের নিচে নেমে এসেছে, যা তিন মাসের মধ্যে সর্বনিম্ন। গত ৫ ডিসেম্বর সমুদ্রপথে রাশিয়ার অপরিশোধিত জ্বালানি তেল আমদানি নিষিদ্ধ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। অস্ট্রেলিয়া ও জি৭ ভুক্ত দেশগুলোর সঙ্গে মিলে রাশিয়ার জ্বালানি তেলের দর ব্যারেলপ্রতি ৬০ ডলারে বেঁধে দেয় ইইউ। পশ্চিমা ব্লকের এ সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় ওই দেশগুলোয় অপরিশোধিত জ্বালানি তেল ও তেলজাত পণ্য সরবরাহ নিষিদ্ধ ঘোষণা করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আগামী ১ ফেব্রুয়ারি থেকে পরবর্তী পাঁচ মাসের জন্য এ নিষেধাজ্ঞা কার্যকর হবে। গত নভেম্বরে সমুদ্রপথে দৈনিক ৩০ লাখ ৫ হাজার ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল রফতানি করেছিল। ডিসেম্বরে তা ২ লাখ ৬৬ হাজার ব্যারেল কমে দিনপ্রতি ২৭ লাখ ৯০ হাজার ব্যারেলে দাঁড়িয়েছে। সূত্র: বণিক বার্তা।

গবেষণায় যৌবন ফিরে পেল বৃদ্ধ ইঁদুর, মানুষও কি যৌবন ফিরে পাবে?

বোস্টনের গবেষণাগারগুলোতে থাকা বৃদ্ধ, অন্ধ ইঁদুরেরা তাদের দৃষ্টিশক্তি ফিরে পেয়েছে; তাদের নতুন ও আরও বুদ্ধিসম্পন্ন মস্তিষ্কের বিকাশ ঘটেছে এবং আরও স্বাস্থ্যকর পেশি ও কিডনি টিস্যু তৈরি করেছে। অন্যদিকে, অল্প বয়স্ক ইঁদুর অকালেই বার্ধক্যে পৌঁছেছে, একইসঙ্গে তাদের শরীরের প্রায় প্রতিটি টিস্যুতে বিপর্যয় ঘটেছে।
হার্ভার্ড মেডিকেল স্কুলের ব্লাভাটনিক ইনস্টিটিউটের জেনেটিক্সের অধ্যাপক এবং পল এফ গ্লেন সেন্টার ফর বায়োলজি অফ এজিং রিসার্চের সহ-পরিচালক, অ্যান্টি-এজিং বিশেষজ্ঞ ডেভিড সিনক্লেয়ার বলেন, পরীক্ষাগুলো দেখায় যে, বার্ধক্যকে উল্টোদিকে পরিচালিত করা সম্ভব, এবং এটিকে “ইচ্ছানুযায়ী সামনের দিকে বা পেছনের দিকে নিয়ে যাওয়া সম্ভব”। আমাদের শরীর আমাদের যৌবনের একটি ব্যাকআপ কপি ধারণ করে যা পুনরায় কার্যকর হতে পারে বলে তাদের নতুন গবেষণাপত্রটিতে জানিয়েছেন সিনক্লেয়ার, যেখানে তার ল্যাবরেটরি এবং আন্তর্জাতিক বিজ্ঞানীদের কাজের প্রমাণ দেখানো হয়েছে। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।

চীনে করোনায় আক্রান্ত ৯০ কোটি
গবেষণা প্রতিবেদন

আক্রান্তের দিক থেকে শীর্ষে আছে গানসু প্রদেশ। দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় এ প্রদেশটির মোট জনসংখ্যার ৯১ শতাংশই করোনায় আক্রান্ত। দ্বিতীয় স্থানে ইউনান (৮৪ শতাংশ) ও তৃতীয় স্থানে আছে কুইনঘাই (৮০ শতাংশ) প্রদেশ-শূন্য কভিড নীতি থেকে সরে আসার পর চীনে করোনা সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। দেশটিতে বর্তমানে করোনায় আক্রান্তের সংখ্যা ৯০ কোটিতে পৌঁছেছে। এ হিসাবে দেশটির মোট জনসংখ্যার ৬৪ শতাংশই এখন প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত। স্থানীয় সময় গত বৃহস্পতিবার চীনের প্রধান বিশ্ববিদ্যালয় ও গবেষণা সংস্থা পিকিং ইউনিভার্সিটির এক গবেষণা প্রতিবেদনে এ কথা বলা হয়। খবর বিবিসির। গবেষণা প্রতিবেদনে ১১ জানুয়ারি পর্যন্ত দেশটিতে যারা করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন, তাদের সংখ্যা জানানো হয়েছে। আক্রান্তের দিক থেকে শীর্ষে আছে গানসু প্রদেশ। দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় এ প্রদেশটির মোট জনসংখ্যার ৯১ শতাংশই করোনায় আক্রান্ত। দ্বিতীয় স্থানে ইউনান (৮৪ শতাংশ) ও তৃতীয় স্থানে আছে কুইনঘাই (৮০ শতাংশ) প্রদেশ। সূত্র: কালবেলা

লিথুনিয়া-লাটভিয়া গ্যাসলাইনে ভয়াবহ বিস্ফোরণ

ইউরোপের দেশ লিথুনিয়ার পাসভালিস অঞ্চলে গ্যাস সরবরাহ করার একটি পাইপলাইনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার স্থানীয় সময় রাতে দেশটির উত্তরাঞ্চলে লাটভিয়া সীমান্তের কাছে ওই ঘটনা ঘটে। খবর বিবিসি ও রয়টার্সের। লিথুনিয়ার জাতীয় সংবাদ মাধ্যম এলআরটি জানিয়েছে, বিস্ফোরণের পর ১৬০ ফুট উঁচু আগুনের শিখা প্রায় ১৭ কিলোমিটার দূর থেকেও দেখা যাচ্ছিল। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কর্তৃপক্ষ জানিয়েছে, বিস্ফোরণের পর গ্যাস লাইনটি বিচ্ছিন্ন করে দেয়া হয়। চার ঘণ্টা পর (স্থানীয় সময় রাত ৯টার দিকে) আগুন নিয়ন্ত্রণে আসে। বিস্ফোরিত পাইপলাইনটি লিথুনিয়ার জাতীয় গ্যাস কোম্পানি অ্যাম্বার গ্রিডের। এই লাইন দিয়ে দেশটির উত্তরাঞ্চল হয়ে প্রতিবেশী দেশ লাটভিয়ায় গ্যাস সরবরাহ করা হতো। সূত্র; দৈনিক বাংলা।

পাঁচ তারকা মানের প্রমোদতরীর উদ্বোধন, পরিবেশবাদীদের উদ্বেগ

ভারতের উত্তর প্রদেশের বারানসি থেকে ‘এমভি গঙ্গাবিলাস’ নামের একটি প্রমোদতরীর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ৫১ দিনে এটি ৩ হাজার ২০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে বাংলাদেশ হয়ে আসামের দিব্রুগড় শহরে পৌঁছাবে, যা বিশ্বে কোনো প্রমোদতরীর দীর্ঘতম পথ পাড়ি দেওয়া। কিন্তু গঙ্গাবিলাসের চলাচলের কারণে প্রায় চার হাজার ডলফিন বিলুপ্ত হয়ে যেতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।
শুক্রবার (১৩ জানুয়ারি) উদ্বোধনী অনুষ্ঠানে নরেন্দ্র মোদি বলেন, ‘এই প্রমোদতরী বিশ্ব পর্যটন মানচিত্রে ভারতের পূর্বাঞ্চলের অনেক স্থানকে তুলে ধরবে। দুঃখের বিষয় হলো, দেশ স্বাধীনের পর থেকে গঙ্গার তীর ও তাতে বসবাসরত মানুষকে নিয়ে বেশি একটা ভাবা হয়নি। ফলে আয়-রোজগারের জন্য তাদের দেশের অন্যত্র পাড়ি জমাতে হয়েছে। এখন তারা নিজ শহর থেকেই আয় করতে পারবেন।’ সূত্র: প্রতিদিনের বাংলাদেশ

সোলেডার শহর দখলের দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়

রাশিয়া বলছে, এক মাস ধরে লড়াই চলার পর তারা পূর্ব ইউক্রেনের লবণ-খনির শহর সোলেডারের নিয়ন্ত্রণ দখল করেছে।রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, ইউক্রেনে তাদের অভিযানে এটি একটি “গুরুত্বপূর্ণ পদক্ষেপ এবং এ বিজয়ের ফলে রুশ সৈন্যরা নিকটবর্তী বাখমুট শহরে ইউক্রেনীয় রসদপত্র পাঠানোর পথটি বিচ্ছিন্ন করে দিতে পারবে। এটিই ছিল সোলেডারের নিয়ন্ত্রণ সম্পর্কে রাশিয়ার প্রথম সরকারি ঘোষণা, তবে এতে ভাড়াটে সেনা গোষ্ঠী ওয়াগনারের যোদ্ধাদের সম্পর্কে কিছু বলা হয়নি। ওয়াগনারের প্রধান ইয়েভগেনি প্রিগোশিন তার যোদ্ধারাই সোলেডার দখল করেছে বলে দাবি করলেও একদিন পরই রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ে বিবৃতিতে তা খন্ডন করা হয়। গত কয়েক সপ্তাহের প্রচণ্ড লড়াইয়ের ফলে শহরটির বড় এলাকাই ধ্বংস হয়ে গেছে বলে এর আগেকার খবরে বলা হয়। সূত্র; বিবিসি বাংলা ।

লিথুয়ানিয়া-লাটভিয়ার গ্যাস পাইপলাইনে বড় ধরনের বিস্ফোরণ

লিথুয়ানিয়া ও লাটভিয়াকে সংযুক্তকারী একটি গ্যাস পাইপলাইনে বড় ধরনের বিস্ফোরণ ঘটেছে, কিন্তু সেখানে হামলার কোনো প্রমাণ তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি বলে জানিয়েছে লিথুয়ানিয়ার গ্যাস ট্রান্সমিশন কোম্পানি অ্যাম্বার গ্রিড।শুক্রবার লিথুয়ানিয়ার উত্তরাঞ্চলে লাটভিয়ার সীমান্তের নিকটবর্তী পাসভালিসে বিস্ফোরণের এ ঘটনা ঘটেছে। লিথুয়ানিয়ার রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম এলআরটিতে সম্প্রচারিত ভিডিওতে দেখা গেছে, আগুনের শিখায় রাতের আকাশ আলো হয়ে আছে। বিস্ফোরণের পর আগুনের শিখা ৫০ মিটার পর্যন্ত উঠে গিয়েছিল এবং অন্ততপক্ষে ১৭ কিলোমিটার দূর থেকে দেখা যাচ্ছিল। তবে বিস্ফোরণে কারও আহত হওয়ার খবর হয়নি। লিথুয়ানিয়ার পাইপলাইন গ্রিড কোম্পানির প্রধান নির্বাহী জানিয়েছেন, আগুন নিভিয়ে ফেলা হয়েছে। সূত্র; বিডি নিউজ