Print

সারাদিন

সাভারে ইয়াবা-হেরোইনসহ আটক ১

প্রকাশিত: ৬:১৩ অপরাহ্ণ, জানুয়ারি ১৯, ২০২৩

সাভার প্রতিনিধি;

সাভারের আমিনবাজারে অভিযান চালিয়ে ১৩৩৪ পুরিয়া হেরোইন ও ৫৯ পিস ইয়াবাসহ সানি চৌধুরী (২৩) নামের এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) ভোর রাতে সাভারের আমিনবাজার বড়দেশী এলাকার আশা হোটেলের সামনে থেকে তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন সাভার মডেল থানাধীন আমিনবাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) হারুন অর রশিদ।

আটক সানি চৌধুরী (২৩) সাভারের আমিনবাজার বড়দেশী গ্রামের সেলিম চৌধুরীর ছেলে। সে এলাকায় চিহ্নিত মাদক কারবারি বলে জানা যায়।

পুলিশ জানায়, আজ ভোর রাতে ডিউটিরত অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি আমিনবাজারের বড়দেশী এলাকার আশা হোটেলের সামনে কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য হেরোইন ও ইয়াবা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।

এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হেরোইন ও ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১৩৩৪ পুরিয়া হেরোইন ও ৫৯ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য সাড়ে ৩ লক্ষাধিক টাকা।

Nagad
Nagad

সাভার মডেল থানাধীন আমিনবাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) হারুন অর রশিদ বলেন, আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ দুপুরে তাকে আদালতে পাঠানো হবে।

তিনি আরও বলেন, আটককৃত সানি চৌধুরী এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে সাভার মডেল থানা সহ বিভিন্ন থানায় মাদকের বেশ কয়েকটি মামলা রয়েছে।