প্রকাশিত: ১২:০৬ অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২৩
সারাদিন ডেস্ক
তুরস্কের মাঝ আকাশে মেঘের মতো বস্তুটি কী
গত বৃহস্পতিবার সকালে তুরস্কের বুরসা শহরের আকাশে ধরা পড়েছে এক বিরল দৃশ্য। বড় গোলাকার মেঘপুঞ্জের মতো একটি বস্তু ঘুরে বেড়াচ্ছিল আকাশে। একঝলকে দেখলে মেঘের রাশি মনে হতে পারে। সেই বস্তু ওড়ার ছবি অনেকে শেয়ার করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। একঝলকে দেখলে ওই মেঘের রাশিকে ‘আন–আইডেন্টিফায়েড ফ্লাইয়িং অবজেক্ট’ (ইউএফও) বলেই মনে হতে পারে। তুরস্কের আকাশে থাকা অদ্ভুত গোলাকার আকৃতির বস্তুটি মেঘ না অন্য কিছু, এর ব্যাখ্যা দিয়েছেন বিজ্ঞানীরা। দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, তুরস্কের বুরসা শহরের বাসিন্দারা আকাশে যা দেখেছেন, একে অনেকেই বলছেন বিরাট মেঘপুঞ্জ। আকাশে প্রায় এক ঘণ্টা ছিল। অদ্ভুত এ দৃশ্যকে ক্যামেরাবন্দী করেছেন অনেকেই। নেটিজেনরা বলছেন, এটি এলিয়েনের ইউএফও। চলন্ত গাড়ি থেকে ধারণ করা এর একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ভিডিওতে দেখা গেছে, আকাশে একটি বড় গোলাকৃতির মেঘ। দেখলে ওই মেঘের রাশিকে ইউএফও বলেই মনে হতে পারে। এটি সূর্যাস্তের সময় দেখা গেছে। গোলাকৃতি ছাড়া আর কোনো আকৃতিতে দেখা যায়নি। সূত্র: প্রথম আলো
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় আবারও বন্দুক হামলা, নিহত ৭
আটক ব্যক্তিসহ নিহতরা সবাই চীনা আমেরিকান
তিন দিনের ব্যবধানে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় গণগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় কমপক্ষে সাতজন নিহত ও একজন আহত হন। অঙ্গরাজ্যের মধ্যাঞ্চলে হাফ মুন বে এলাকায় সোমবার আলাদা দুটি জায়গায় হামলা চালানো হয়। এই ঘটনায় সন্দেহভাজন হিসেবে চুনলি ঝাও নামের ৬৭ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এর আগে গত শনিবার ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের এশীয় অধ্যুষিত এলাকা মন্টেরি পার্কে চীনা নববর্ষের উৎসবে বন্দুক হামলা হয়। ওই ঘটনায় ১১ জন নিহত ও অন্তত ১০ জন আহত হন। এ হামলার সন্দেহভাজন ব্যক্তি আত্মহত্যা করেন। এর রেশ না কাটতেই সোমবার রাতে আরেক গণগুলির ঘটনা হলো। এরপর অঙ্গরাজ্যটির গভর্নর গ্যাভিন নিউজম টুইটবার্তায় লেখেন, ‘ট্র্যাজেডির পর ট্র্যাজেডি’। ক্যালিফোর্নিয়া অঙ্গারাজ্যের সান মাতেও কাউন্টির নগর কর্মকর্তা (শেরিফ) ক্রিস্টিনা করপাস জানান, হামলা চালানোর দুই ঘণ্টা পর সন্দেহভাজন চুনলি ঝাওকে হেফাজতে নেওয়া হয়। ধারণা করা হচ্ছে, তিনি একাই এ হামলা চালিয়েছেন। তাঁর গাড়ি থেকে একটি হ্যান্ডগানও উদ্ধার করা হয়েছে। হাফ মুন বে শহরটি সান ফ্রান্সিসকো থেকে ৩০ মাইল দক্ষিণে অবস্থিত। সূত্র: কালের কণ্ঠ
ইউক্রেনে কর্মকর্তাদের পদত্যাগের হিড়িক
যুদ্ধের মধ্যেই ইউক্রেনে চলছে দুর্নীতিবিরোধী অভিযান। তার অংশ হিসেবে সরকারি কর্মকর্তাদের রদবদলও চলছে। তবে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ার আগেই বেশ কজন উচ্চপদস্থ কর্মকর্তা পদত্যাগ করেছেন। এদের মধ্যে রয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির একজন সিনিয়র সহকারী। তার নাম কিরিলো টিমোশেঙ্কো। তিনি দামি গাড়ি ব্যবহার সংক্রান্ত এক কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েছিলেন। অবশ্য তিনি কোনো অন্যায় করার কথা অস্বীকার করেছেন। পদত্যাগকারীদের মধ্যে আছেন উপ প্রতিরক্ষামন্ত্রী ভ্যাচেস্লাভ শাপোভালভও। তার বিরুদ্ধে অভিযোগ আছে তার মন্ত্রণালয় ইউক্রেনের সৈন্যদের সরবরাহ করা খাবারের দাম বাড়িয়ে ধরেছিল। ৪ লাখ ডলার সমপরিমাণ অর্থ ঘুষ গ্রহণের অভিযোগে সোমবার পুলিশ ইউক্রেনের অবকাঠামো মন্ত্রণালয়ের উপমন্ত্রী ভাসিল লোজিনস্কিকে আটক করেছে। ইউক্রেনে দুর্নীতির ইতিহাস দীর্ঘ এবং ২০২১ সালে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল দুর্নীতিগ্রস্ত রাষ্ট্রের তালিকায় ১৮০টি দেশের মধ্যে ইউক্রেনকে ১২২ নম্বরে স্থান দিয়েছে। প্রেসিডেন্ট জেলেনস্কি ঘোষণা করেছেন, রুশ আক্রমণের প্রায় এক বছর পর তিনি তার সরকার এবং নিরাপত্তা সংস্থাগুলোতে পরিবর্তন আনতে যাচ্ছেন। কিয়েভ থেকে বিবিসি জানায়, ইউক্রেন দীর্ঘদিন ধরে দুর্নীতিতে জর্জরিত এবং পশ্চিমা মিত্র দেশগুলোর কাছ থেকে পাওয়া বিলিয়ন ডলারের আর্থিক সাহায্য ব্যবস্থাপনার স্বার্থে একে দুর্নীতিমুক্ত করে তোলা প্রয়োজন। সূত্র: বিডি প্রতিদিন।
ইউক্রেনে ১০০ ট্যাংক পাঠাতে চায় ১২ দেশ
রাশিয়াকে বড় যুদ্ধে ঠেলছে পশ্চিমারা
ট্যাংক পাঠানোর অনুমতি চেয়ে রাশিয়ার কাছে পোল্যান্ডের আবেদন * চাইলেই মিত্ররা ইউক্রেনীয় বাহিনীকে লেপার্ড ট্যাংক ব্যবহার করার প্রশিক্ষণ দেওয়া শুরু করতে পারে * ভূখণ্ড পুনরুদ্ধারে ১০০ ট্যাংক প্রয়োজন
ইউক্রেনকে ভারী অস্ত্র দেওয়া মানেই রাশিয়াকে পারিমাণবিক অস্ত্রের দিকে ঠেলে দেওয়া। ইউক্রেনকে জার্মিানির লেপার্ড-২ যুদ্ধট্যাংক সরবরাহের গুঞ্জন শুরু হতেই আকার-ইঙ্গিতে বারবারই এই হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। পার্লামেন্ট নেতাদের থেকে শুরু করে প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইজু, পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ থেকে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দফতর- সবখান থেকেই একইরকম সতর্কতা দেওয়া হয়েছে। কিন্তু রাশিয়ার কোনো হাঁকডাকেই দমছে না ইউক্রেন। পিছু হটছে না মিত্ররাও। বরং মস্কোর হুমকি-ধমকিতে ফল হয়েছে আরও উলটো। এখন এক লাফে ১২ দেশ দাঁড়িয়ে গেছে ইউক্রেনকে লেপার্ড দেওয়ার জন্য। সমরবিশারদরা বলছেন-ইউক্রেনে এখন যা ঘটছে, তার সবই হচ্ছে মার্কিন কলকাঠিতে। রাশিয়ার অর্থনীতি, বৈশ্বিক ভাবমূর্তি ধ্বংসে ইউক্রেনের ঘাড়ে বন্দুক রেখে দেশটিকে বড় যুদ্ধে ঠেলে দিচ্ছে যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা। তাদের উসকানিতেই ‘ভূখণ্ড পুনরুদ্ধারে ১০০ ট্যাংক প্রয়োজন’ বলে বারবার আকুতি-মিনতি করেছে ইউক্রেন। খবর এএফপি, বিবিসি, গার্ডিয়ানের। মঙ্গলবার দেশটির একজন শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, শুক্রবার রামস্টেইনের সম্মেলনে ১২টি দেশ ১০০টি ‘লেপার্ড’ দিতে রাজি হয়েছে। তবে এর জন্য রপ্তানি লাইসেন্সে উৎপাদক দেশ জার্মানির অনুমতি দরকার। যদিও বেশ কিছু দিন ধরেই সিদ্ধান্তহীনতায় ভুগছিল দেশটি। তবে খুব দ্রুতই সিদ্ধান্তে আসতে পারে বলে জানান জার্মানির প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস। মঙ্গলবার ইউক্রেনে লেপার্ড পাঠানোর অনুমতির জন্য জার্মানির কাছে আবেদনও করেছে পোল্যান্ড। সূত্র: যুগান্তর
জাপানে পণ্যবাহী জাহাজ ডুবে নিখোঁজ ১৭
জাপানের নাগাসাকি উপকূলের কাছে একটি পণ্যবাহী জাহাজ ডুবে গেছে। এতে চারজন ক্রুকে উদ্ধার করা গেলেও এখনও নিখোঁজ রয়েছে ১৭ জন। ক্রুদের উদ্ধারে এখন অভিযান চালাচ্ছে জাপান ও দক্ষিণ কোরিয়া। খবর আল-জাজিরার-প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার বিরূপ আবহাওয়ার কবলে পড়ে জাহাজটি ডুবে যায়।জাপানের কোস্টগার্ডের একজন মুখপাত্র জানিয়েছেন, ৬ হাজার ৫৫১ টন ওজনের ‘জিনতিয়ান’ নামের জাহাজটির ৪ জন ক্রুকে উদ্ধার করতে সমর্থ হয় নিকটবর্তী জাহাজগুলো। এখনো আরও ১৭ জন নিখোঁজ আছেন। তাদের উদ্ধারে চলছে অভিযান। উদ্ধারকৃত ৪ জনই চীনের নাগরিক। জাপানের বার্তাসংস্থা কয়োদো জানিয়েছে, মঙ্গলবার রাতের দিকে জিনতিয়ান জাহাজ থেকে বার্তা পাঠানো হয়। এর চার ঘণ্টা পর জাহাজটি ডুবে যায়। ক্রুরা বার্তায় জানায়, ‘তাদের জাহাজ কাত হয়ে গেছে এবং ভেতরে পানি ঢুকে যাচ্ছে।’ সূত্র: সমকার
আন্তর্জাতিক
মিয়ানমারের জান্তার বিরুদ্ধে মামলা
মিয়ানমারে সামরিক বাহিনীর নির্যাতন থেকে বেঁচে যাওয়া ব্যক্তিরা জার্মানিতে একটি ফৌজদারি অভিযোগ দায়ের করেছেন। মানবাধিকার সংগঠন ফরটিফাই রাইটস গত মঙ্গলবার মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছে। আল-জাজিরা জানায়, ওই মামলায় ২০২১ সালের ফেব্রুয়ারিতে অভ্যুত্থানের সময় বিরোধীদের ওপর এবং রোহিঙ্গা সংখ্যালঘুদের ওপর দমন-পীড়নের জন্য দায়ী ব্যক্তিদের তদন্তসাপেক্ষে বিচারের আওতায় আনার জন্য অনুরোধ করা হয়েছে।ফরটিফাই রাইটস জানায়, মিয়ানমারের ১৬ ব্যক্তি ওই মামলা করেছেন। গত সপ্তাহে ফেডারেল প্রসিকিউটরের জার্মান কার্যালয়ে মামলাটি দায়ের করা হয়। ফরটিফাই রাইটসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং সহপ্রতিষ্ঠাতা ম্যাথু স্মিথ বলেন, জার্মানিতে অভিযোগ দায়ের কারণ হলো, এখানে সর্বজনীন বিচারব্যবস্থার আইন প্রচলতি। দেশটিতে গুরুতর অপরাধের বিচারের অনুমতি দেয়া হয়, সেই অপরাধ যেখানেই ঘটুক না কেন। থাইল্যান্ডের ব্যাংককে এক সংবাদ সম্মেলনে স্মিথ আরও বলেন, ‘মিয়ানমারে দায়মুক্তি প্রতিরোধে সহায়তা করার জন্য জার্মানি একটি অনন্য অবস্থানে রয়েছে। এই অভিযোগ দায়ের এটাই প্রমাণ করে যে মিয়ানমারের সামরিক বাহিনী পরিকল্পিতভাবে হত্যা, ধর্ষণ, নির্যাতন, আটক, গুম, নিপীড়ন, গণহত্যা, মানবতার বিরুদ্ধে অপরাধ ও যুদ্ধাপরাধের মতো বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, যা জার্মান আইনের লঙ্ঘন বলে বিবেচিত। সূত্র: দৈনিক বাংলা
উদীয়মান অর্থনীতিতে চীনা ঋণ ১৩ বছরের সর্বনিম্নে
উন্নয়নশীল ও উদীয়মান অর্থনীতির দেশগুলোয় চীনা ঋণের পরিমাণ কমছে। বোস্টন ইউনিভার্সিটির গ্লোবাল ডেভেলপমেন্ট পলিসি সেন্টারের এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। বৃহদাকার প্রকল্পে বিনিয়োগ সংকোচনের নীতি নেয়ার ফলে ঋণ সরবরাহ কমিয়েছে চীনা ঋণদাতা প্রতিষ্ঠানগুলো।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, চীনের দুই প্রধান ঋণদাতা প্রতিষ্ঠান গত ২০২১ সালে ৩৭০ কোটি ডলার ঋণ দিয়েছে, যা ১৩ বছরের সর্বনিম্নে দাঁড়িয়েছে। ২০১৬ সালে রেকর্ড বিদেশী ঋণের পরবর্তী বছরগুলোয় কমতে থাকে ১০০ উন্নয়নশীল দেশে চায়না এক্সিমব্যাংক ও চায়না ডেভেলপমেন্ট ব্যাংকের (সিডিবি) ঋণের প্রতিশ্রুতি। ২০১৮ সালে মার্কিন নিষেধাজ্ঞা এবং তিন বছর ধরে চলা করোনা মহামারী এতে প্রভাব রেখেছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। সূত্র: বণিক বাংলা।
লাল নাকি সবুজ? চাকরি আছে কী নেই, যেভাবে বুঝলেন গুগল কর্মীরা
কর্মস্থল থেকে ছাঁটাই হওয়ার অভিজ্ঞতা যে কারও জন্য বেদনাদায়ক। আর যখন সেই ছাঁটাই হয় একেবারেই হঠাৎ করে, তখন তা মেনে নেওয়া আরও বেশি কঠিন হয়ে ওঠে। যদিও কর্মী ছাঁটাইয়ের ভালো কোনো উপায় আদোতে নেই, তবে কিছু পদক্ষেপ ছাঁটাইয়ের সঙ্গে জড়িত অনিশ্চয়তাগুলোকে কিছুটা হলেও কমাতে পারে। এমনটিই হয়েছে মার্কিন টেকনোলোজি জায়ান্ট গুগলে। খবর ইন্ডিয়া টুডের।
সম্প্রতি টুইটার, ফেসবুক, মাইক্রোসফটের পর কর্মী ছাঁটাইয়ের পথে হেঁটেছে গুগল। একসঙ্গে প্রায় ১২ হাজার কর্মী ছাঁটাই করেছে সংস্থাটি। তবে অন্যান্য সংস্থাগুলোর মতো করে নয়, এক অভিনব কায়দায় গুগল নিউইয়র্কের কর্মীরা জেনেছেন তাদের চাকরি আছে নাকি নেই। এক লিঙ্কডইন ব্যবহারকারীর পোস্ট অনুসারে, নিউইয়র্কে কর্মরত গুগল কর্মীরা তাদের চাকরি আছে নাকি চলে গেছে, তা জানতে এক কঠিন পরীক্ষার মধ্য দিয়ে গিয়েছেন। গুগলের এই পরীক্ষাকে অনেকেই তুলনা করেছেন নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ ‘স্কুইড গেম’-এর সঙ্গে।লিঙ্কডইনে পোস্টদাতা গুগলের সাবেক ওই কর্মী জানান, চাকরি আছে কিনা, তা বোঝার উপায় ছিল অফিসে ঢোকার ‘অ্যাক্সেস পাস’ পাঞ্চ করা। সেটি নিয়ে লাইনে দাঁড়াতে হয়েছিল। পাস পাঞ্চ করলে যদি সবুজ হয়, তাহলে চাকরি আছে; আর লাল হয়ে গেলে চাকরি নেই। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।
ইউক্রেনে আধুনিক ট্যাংক পাঠাতে অবশেষে প্রস্তুত আমেরিকা ও জার্মানি
কয়েকমাস যাবত অনিচ্ছার পরে আমেরিকা এবং জার্মানি ইউক্রেনকে সহায়তা করার জন্য ট্যাংক পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। এসব ট্যাংক ইউক্রেনের হাতে আসলে যুদ্ধের মোড় ঘুরে যেতে পারে বলে তারা আশা করছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন অন্তত ৩০টি এম ওয়ান আব্রামস ট্যাঙ্ক পাঠানোর পরিকল্পনা ঘোষণা করবে বলে আশা করা হচ্ছে।জার্মানির চ্যান্সেলর ওলাফ শোলৎজ অন্তত ১৪টি লেপার্ড টু ট্যাঙ্ক পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। আমেরিকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত এসব খবরকে ‘সরাসরি উস্কানি’ হিসেবে বর্ণনা করেছেন। ইউক্রেনের কর্মকর্তারা বলছেন, এসব ট্যাংক যুদ্ধক্ষেত্রে রাশিয়ার কাছে হারানো এলাকা পুনরুদ্ধার করতে সহায়তা করবে। সূত্র: বিবিসি বাংলা ।
নিউ জিল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্স
নিউ জিল্যান্ডের ৪১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ক্রিস হিপকিন্স। তিনি দেশটির সদ্য সাবেক নেতা জেসিন্ডা অরডার্নের ঘনিষ্ঠ রাজনৈতিক মিত্র। বুধবার রাজধানী ওয়েলিংটনে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পান ৪৪ বছর বয়সী এ রাজনীতিক। অরডার্ন (৪২) আচমকা পদত্যাগের ঘোষণা দিয়ে সবাইকে হতভম্ব করে ক্ষমতা ছাড়ার এক সপ্তাহ পর প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন হিপকিন্স।
দেশকে নেতৃত্ব দেওয়ার মতো ‘শক্তি আর নেই’ এমনটি জানিয়ে পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন অরডার্ন। তার আনুষ্ঠানিক পদত্যাগপত্র বুধবার গ্রহণ করেন নিউ জিল্যান্ডের গভর্নর জেনারেল সিন্ডি কিরো, জানিয়েছে বিবিসি। সূত্র: বিডি নিউজ