Print

সারাদিন

প্রযুক্তি ব্যবহার করে অপহরণের পর ধর্ষণ আসামিকে গ্রেপ্তার

প্রকাশিত: ১১:২৩ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২৩

ঝিনাইদাহ প্রতিনিধি:

নাবালিকা মেয়েকে অপহরণের পর ধর্ষণ মামলার প্রধান আসামী রিপন মিয়া (২২)কে ঝিনাইদহ র‌্যাব গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে শৈলকুপা উপজেলার চন্ডিপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আটককৃত রিপন রংপুর জেলার পীরগাছা উপজেলার বাসিন্দা।

ঝিনাইদহ র‍্যাব-৬ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ইশতিয়াক হোসাইন এক ই-মেইল বার্তায় জানান, স্কুলে যাওয়া আসার পথে দেড় বছর যাবত রিপন ভিকটিমকে কু-প্রস্তাব দিয়ে আসছিলো। কুপ্রস্তাবে রাজী না হওয়ায় আসামী ভিকটিমের উপর ক্ষিপ্ত হয়ে মোটরসাইকেল যোগে তাকে অপরহরণ করে বাড়িতে আটকে রেখে জোরপূর্বক ধর্ষণ করে। এ বিষয়ে ভিকটিমের মা বাদী হয়ে রংপুর জেলার পীরগাছা থানায় আসামীদের বিরুদ্ধে অপহরণ ও ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার পর থেকেই ধর্ষক পলাতক ছিল।

তিনি আরো জানান, র‌্যাব ভিকটিমকে উদ্ধার ও আসামীদের গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা শুরু করে। ঝিনাইদহ র‌্যাব-৬ তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এই মামলার প্রধান আসামী রিপনকে ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার চন্ডিপুর গ্রাম থেকে গ্রেপ্তার করে। র‌্যাবের জিজ্ঞাসাবাদে রিপন উক্ত ঘটনার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে।

গ্রেপ্তারকৃত আসামীকে রংপুর জেলার পীরগঞ্জ থানায় হস্তান্তরের কাজ প্রক্রিয়াধীন।

Nagad
Nagad