প্রকাশিত: ২:৫২ অপরাহ্ণ, এপ্রিল ৩, ২০২৩
বিনোদন ডেস্ক
বিয়ের পিঁড়িতে বসঅতে যাচ্ছেন সংগীতশিল্পী ফাতিমা তুজ জোহরা ঐশী। তার হবু বরের নাম আরেফিন জিলানী সাকিব।
রোববার (০২ এপ্রিল) রাতে পাত্র সাকিবের সাথে ঐশীর বিয়ের প্রথম ধাপ চূড়ান্ত হয়েছে। রাতেই পারিবারিক আয়োজনে আংটিবদল করেছেন তারা। এ সময় দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
হবু বর আরেফিন জিলানী সাকিব নর্থ-সাউথ বিশ্ববিদ্যাল থেকে পড়াশুনা শেষ করে বর্তমানে একটি ঔষধ কোম্পানিতে কাজ করছেন। পাশাপাশি অভিনয় ও মডেলিং করছেন তিনি।
সংগীতশিল্পী ঐশীর মা নাসিমা মান্নান গণমাধ্যমকে বলেন, ছেলের (ঐশীর হবু বর) সাথে আগে থেকেই ঐশীর চেনা-জানা ছিলো। এবার আনুষ্ঠানিকভাবে আমাদের পারিবারিকভাবে পরিচয় ও আংটিবদল হয়েছে। সামনে সুন্দর দিনক্ষণ দেখে বিয়ের যাবতীয় আনুষ্ঠানিকতা হবে। ঐশীর নতুন জীবনের জন্য সবাই দোয়া করবেন।
তিনি আরও জানান, ঐশীর হবু বরের নাম আরেফিন জিলানী সাকিব নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা সম্পন্ন করেছেন। বর্তামনে সাকিব একটি ঔষধ কোম্পানিতে চাকরি করছেন।
উল্লেখ্য, গানের পাশাপাশি ফাতিমা তুজ জোহরা ঐশী একজন চিকিৎসক। তিনি রাজধানীর এম এইচ শমরিতা মেডিক্যাল কলেজে থেকে ২০২১ সালে কৃতিত্বের সাথে এমবিবিএস পাস করেন। ২০১৫ সালে ‘ঐশী এক্সপ্রে’ অ্যালবাম দিয়ে সংগীতাঙ্গনে আনুষ্ঠানিকভাবে যাত্রা ঐশীর।
সারাদিন/০৩ এপ্রিল/এমবি