প্রকাশিত: ২:০১ অপরাহ্ণ, এপ্রিল ৪, ২০২৩
নিজস্ব প্রতিবেদক:
দীর্ঘ ছয় ঘণ্টা পর রাজধানীর বঙ্গবাজারে লাগা আগুন নিয়ন্ত্রণে এসছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।তিনি জানান, মঙ্গলবার বেলা ১২টা ৩৬ মিনিটে বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে আসে।
তবে সব কিছু পুড়ে ছারখার করে এখন রাজধানীর বঙ্গবাজারের এই আগুন নিয়ন্ত্রণে এসেছে।
এর আগে সকাল ৬টা ১০ মিনিটে এ আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে সার্ভিসের প্রায় অর্ধশত ইউনিটের পাশাপাশি বিজিবি, সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌবাহিনীর সাহায্যকারী দলও ঘটনাস্থলে কাজ করে।
আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের পাঁচজন কর্মীসহ মোট ১২ জন অসুস্থ হয়ে ঢাকা মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন।
ঘটনাস্থলের উপরে বিমান বাহিনীর হেলিকপ্টার টহল দিতে দেখা যায়। বিমান বাহিনীর হেলিকপ্টার দিয়ে ওপর থেকে পানি ছিটানো হয়। এ পানি নেয়া হয় হাতিরঝিল থেকে। গাজীপুর ও নারায়ণগঞ্জ থেকে যোগ দেয় ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট।