Print

সারাদিন

চট্টগ্রামে টিসিবির গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে

প্রকাশিত: ৪:১০ অপরাহ্ণ, এপ্রিল ৬, ২০২৩

চট্টগ্রাম সংবাদদাতা

চট্টগ্রাম নগরের ইপিজেডে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) একটি গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

বৃহস্পতিবার (০৬ এপ্রিল) বেলা ১১টা ১০ মিনিটে নগরের ইপিজেড থানার বন্দরটিলা এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের কর্ণফুলী ইপিজেড স্টেশনের দুইটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় দুপুর ১২টা ৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর কামাল আহমেদ গণমাধ্যমকে বলেন, বৃহস্পতিবার (০৬ এপ্রিল) সকাল ১১টা ১০ মিনিটে নগরীর বন্দরটিলা এলাকায় টিসিবির গুদামে আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট কাজ করে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

সারাদিন/০৬ এপ্রিল/এমবি 

Nagad
Nagad