প্রকাশিত: ১১:০৭ পূর্বাহ্ণ, এপ্রিল ৮, ২০২৩
সারাদিন ডেস্ক
দক্ষিণ লেবানন ও গাজায় ইসরায়েলি বিমান হামলা
প্রতিবেশী লেবাননে ও ফিলিস্তিনের গাজায় হামাসের স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। রকেট হামলার জবাবে এসব হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে দেশটির কর্তৃপক্ষ। এদিকে চলমান উত্তেজনার মধ্যে অধিকৃত পশ্চিম তীরে বন্দুকধারীদের গুলিতে দুই ইসরায়েলি নারী নিহত হয়েছেন। জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদে ইসরায়েলি পুলিশের অভিযানকে কেন্দ্র করে সাম্প্রতিকতম উত্তেজনা শুরু হয়েছে। এটি এখন নিয়ন্ত্রণহীনভাবে ছড়িয়ে পড়ার হুমকি তৈরি করেছে।গতকাল শুক্রবার স্থানীয় সময় ভোররাতে ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজার বিভিন্ন এলাকায় একের পর এক বিস্ফোরণ ঘটে। ইসরায়েলি বাহিনী জানায়, তাদের যুদ্ধবিমানগুলো ফিলিস্তিনি ইসলামপন্থী রাজনৈতিক ও সশস্ত্র গোষ্ঠী হামাসের অস্ত্র উৎপাদন স্থাপনা ও ভূগর্ভস্থ টানেল লক্ষ্য করে হামলা চালিয়েছে। প্রসঙ্গত, প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের গোষ্ঠী পশ্চিম তীরের ফিলিস্তিনি এলাকা এবং হামাস গাজা নিয়ন্ত্রণ করে থাকে।
এমন পরিস্থিতির মধ্যে পবিত্র রমজান মাসের তৃতীয় শুক্রবার গতকাল আল-আকসা মসজিদে হাজার হাজার ফিলিস্তিনি জুমার নামাজে অংশ নিয়েছেন। ইসরায়েলি বাহিনীর কঠোর নিষেধাজ্ঞা উপেক্ষা করে হাজার হাজার মুসল্লি আল-আকসা মসজিদ এবং তার প্রাঙ্গণে নামাজ আদায় করেন। সূত্র: কালের কণ্ঠ
প্লাটিপাস অপহরণ, যুবক গ্রেপ্তার
মানুষ অপহরণের কথা নিত্যদিন শোনা যায়। কিন্তু প্রাণী অপহরণ? ঠিক এমন ঘটনাই ঘটল অস্ট্রেলিয়ায়। দেশটির কুইন্সল্যান্ডের ব্রিসবেনের উত্তরের মোরেফিল্ড শহরের একটি জলাশয় থেকে একটি প্লাটিপাস অপহরণ করেছিলেন ২৬ বছর বয়সী এক যুবক। এ জন্য পুলিশ তাঁকে পাকড়াও করেছে। অস্ট্রেলিয়া প্লাটিপাসের আদি নিবাস। বলা হচ্ছে, জলবায়ু পরিবর্তন, পরিবেশগত পরিবর্তনের কারণে প্লাটিপাসের সংখ্যা কমে যাচ্ছে। বর্তমানে তিন লাখের মতো প্লাটিপাস রয়েছে। সংখ্যা কমতে থাকায় উদ্বিগ্ন বিজ্ঞানীরা। ফলে সংরক্ষণের ক্ষেত্রে বিশেষ নজর রয়েছে কর্তৃপক্ষের।গত মঙ্গলবার জলাশয় থেকে প্লাটিপাসটি ধরে সটকে পড়েন ওই যুবক। ওই যুবকের সঙ্গে এক নারীও ছিলেন। তাঁরা প্লাটিপাস নিয়ে ট্রেনে উঠে পড়েন। কেউ যাতে প্লাটিপাসটি দেখতে না পারে, সেই জন্য তোয়ালে দিয়ে মুড়িয়ে নিয়েছিলেন তাঁরা। কিন্তু ট্রেনের অন্য যাত্রীরা প্লাটিপাসটি দেখে ফেলেন। ওই যাত্রীরাই পুলিশে খবর দেন। সূত্র: প্রথম আলো
তাইওয়ানকে ঘিরে আবার চীনের সামরিক মহড়া
চীন তাইওয়ানকে ঘিরে সামরিক মহড়া শুরুর ঘোষণা দিয়েছে। আজ শনিবার শুরু হয়ে এ মহড়া তিন দিন চলবে। এদিকে শনিবার তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন ১০ দিনের যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন। খবর: সিএনএন ও ব্লুমবার্গ’র।গত বছরের আগস্টের শুরুতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি যখন তাইওয়ান সফর করেন, সেসময়ও তাইওয়ানকে ঘিরে সামরিক মহড়া চালায় চীনের সামরিক বাহিনী। এবার তাইওয়ানের প্রেসিডেন্টের যুক্তরাষ্ট্র সফরের শেষে মহড়া চালাচ্ছে চীন। তাইওয়ানের প্রেসিডেন্ট এবার ক্যালিফোর্নিয়ায় গিয়ে মার্কিন হাউসের স্পিকার ন্যান্সি পেলোসির সঙ্গে বৈঠক করেন। চীনের সামরিক বাহিনী পিপলস লিবারেশন আর্মি’র (পিএলএ) ইস্টার্ন থিয়েটার কমান্ড মহড়ার ঘোষণা দিয়েছে জানিয়েছে সিএনএন বলছে, আজ শনিবার (৮ এপ্রিল) শুরু হওয়া এ মহড়া আগামী সোমবার (১০ এপ্রিল) পর্যন্ত চলবে।তাইওয়ানের উত্তর, দক্ষিণ ও পূর্ব সীমান্তের জলরাশির আকাশসীমায় চীনের যুদ্ধবিমানগুলো মহড়ায় অংশ নেওয়ার কথা রয়েছে। পিএলএ’র ইস্টার্ন থিয়েটার কমান্ডের মুখপাত্র সিনিয়র কর্নেল শি ইয়ি শনিবার এক বিবৃতিতে এ তথ্য জানান। সূত্র: সমকাল
ট্রাম্পের মামলায় বিভক্ত যুক্তরাষ্ট্র
রিপাবলিকান নেতা ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে ফৌজদারি অভিযুক্ত করা হয়েছে। একজন সাবেক পর্নো তারকার সঙ্গে ট্রাম্পের যৌন সম্পর্কের খবর গোপন রাখার জন্য ঘুষ দেওয়ার অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। ট্রাম্প অবশ্য নিজেকে নির্দোষ দাবি করেছেন। ট্রাম্পের সমর্থকদের মধ্যে ব্যাপক ক্ষোভ-বিক্ষোভের জন্ম দিয়েছে। তারা বলছেন, রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত হয়ে ট্রাম্পকে ফাঁসানো হয়েছে। ট্রাম্পের গোষ্ঠীগুলো যুদ্ধের জন্য অনলাইনে আহ্বান জানাচ্ছে। এর মধ্যে বার্তা সংস্থা রয়টার্সের এক জরিপ বলছে, ট্রাম্পের বিরুদ্ধে আনা এ ফৌজদারি অভিযোগ যুক্তরাষ্ট্রকেই বিভক্ত করেছে। এমনকি ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রাইমারিতে ট্রাম্পের সম্ভাবনাও বাড়িয়ে তুলতে পারে বলে মনে করছে সংবাদমাধ্যমটি। স্থানীয় সময় গত বুধ ও বৃহস্পতিবার জরিপটি চালানো হয় যুক্তরাষ্ট্রে। জরিপে অংশ নেওয়া দেশটির নাগরিকদের ৪৯ শতাংশ মনে করেন প্রথম সাবেক প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের বিরুদ্ধে যে ফৌজদারি অপরাধের অভিযোগ গঠন করা হয়েছে তার সঠিকই ছিল। কৌঁসুলিরা তাদের এখতিয়ারের মধ্যেই কাজটি করেছেন।অন্যদিকে নিজেদের যারা ডেমোক্র্যাট দাবি করেন তাদের মধ্যে ৮৪ শতাংশের ভাষ্য, ট্রাম্পের বিরুদ্ধে আনা অভিযোগ যথাযথ। অবশ্য রিপাবলিকদের মধ্যে মাত্র ১৬ শতাংশ অভিযোগ গঠনের পক্ষে মতামত দিয়েছে। সূত্র: দেশ রুপান্তর
তীব্র ঋণ সংকটে জর্জরিত বেশির ভাগ উন্নয়নশীল দেশ
বড় আকারের ঋণ সংকটে ভুগছে রেকর্ড সংখ্যক উন্নয়নশীল দেশ। সামনের সপ্তাহগুলোয় এ সংকট আরো তীব্রতর হচ্ছে। আগামী সপ্তাহে বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) তাদের বসন্তকালীন বৈঠকে বসতে যাচ্ছে। এতে কেন্দ্রীয় ব্যাংক গভর্নর, অর্থমন্ত্রী ও রাজনৈতিক নেতাদের আলোচনায় গুরুত্ব পাবে ঋণ সংকট। খবর রয়টার্স।
উচ্চমূল্যস্ফীতি, ঋণ ব্যয় বৃদ্ধি ও শক্তিশালী ডলারের কারণে উন্নয়নশীল দেশের ঋণের কিস্তি ব্যয়বহুল হিসেবে দাঁড়িয়েছে। এতে চলতি বছরে অনেক দেশই ঋণখেলাপি হিসেবে হাজির হতে পারে। এবার যারা ঋণখেলাপি হতে পারে বা ঋণের কিস্তি পরিশোধে হিমশিম খেতে পারে তাদের মধ্যে রয়েছে বেশ কয়েকটি দেশ।এ তালিকায় ওপরের দিকে রয়েছে মিসর। কভিড-১৯ মহামারীর ধাক্কার সঙ্গে যুক্ত হয়েছে খাদ্য ও জ্বালানির উচ্চমূল্য। ডলার সংকটে ভোগা দেশটি বিদেশী ঋণ পরিশোধে হিমশিম খাচ্ছে। গত ডিসেম্বরে আইএমএফ থেকে নতুন করে ৩০০ কোটি ডলারের ঋণ সহায়তা পেয়েছে মিসর। দেশটির মূল্যস্ফীতি ৩০ শতাংশ ছাঁড়িয়েছে, যা পাঁচ বছরের সর্বোচ্চ।কয়েক দশকের সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে ঘানা। গত বছর ঋণ পরিশোধে ব্যয় হয়েছে সরকারি আয়ের প্রায় ৪০ শতাংশ। গত জানুয়ারিতে চতুর্থ দেশ হিসেবে ঋণ পুনর্গঠনের আবেদন করেছে ঘানা। কয়েক দশকের দুর্নীতি ও অপশাসনের কারণে ২০১৯-এর পর ধসে পড়ে লেবাননের আর্থিক খাত। ২০২০ সালের শুরুতে নিজেদের দেউলিয়া ঘোষণা করে মধ্যপ্রাচ্যের দেশটি। গত ৩১ অক্টোবরের পর থেকে দেশটির নেই কোনো সরকারপ্রধান কিংবা সম্পূর্ণ সচল মন্ত্রিসভা। ২০২২ সালের এপ্রিলে আইএমএফের কাছে ৩ কোটি ডলারের ঋণ আবেদন করে লেবানন। ব্যাংকিং ও মুদ্রা বিনিময়সহ বিভিন্ন খাতে প্রয়োজনীয় সংস্কার আনতে ব্যর্থ হওয়ায় দেশটি বিপজ্জনক অবস্থানে রয়েছে বলে সতর্ক করে আইএমএফ। সূত্র: বণিক বার্তা।
ঘুষ দেওয়ার জন্য ট্রাম্প কারাদণ্ড প্রাপ্য না: স্টর্মি ড্যানিয়েলস
সাবেক পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে সম্পর্ক ছিল যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। সেই সম্পর্ক নিয়ে মুখ বন্ধ রাখতে স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার মামলায় অভিযুক্ত হয়েছেন ট্রাম্প। কিন্তু স্টর্মি এখন বলছেন, এই ঘুষ দেওয়ার মামলায় ডোনাল্ড ট্রাম্পের কারাদণ্ড প্রাপ্য নয়। খবর বিবিসির।মামলার শুনানি শুরু হওয়ার পর এই প্রথম দেওয়া সাক্ষাৎকারে স্টর্মি ড্যানিয়েলস বলেন, ‘আমি মনে করি না, আমার বিরুদ্ধে তার অপরাধ কারাদণ্ডের যোগ্য।’ ম্যানহাটনের একটি আদালতে ট্রাম্পের বিরুদ্ধে ৩৪টি অভিযোগ আনা হয়। সাবেক মার্কিন প্রেসিডেন্ট অভিযোগগুলো অস্বীকার করেন।অভিযোগগুলো প্রমাণিত হলে ট্রাম্পের চার বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।২০০৬ সালে স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে যৌন সম্পর্ক গড়ে উঠেছিল ট্রাম্পের। পরে ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে এ বিষয়ে মুখ না খুলতে ট্রাম্পের আইনজীবী স্টর্মিকে ১ লাখ ৩০ হাজার ডলার ঘুষ দেন। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।
চীনাদের মন জয় মাখোঁর
বেইজিংয়ে এসে চীনাদের মন জয় করে নিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ। ইউক্রেন যুদ্ধের অবসান প্রত্যাশায় এবং ফ্রান্স-চীন ব্যবসায়িক সম্পর্ক জোরদার করতে গত বুধবার তিনদিনের সফরে বেইজিংয়ে যান মাখোঁ। ৪৫ বছর বয়সী রাষ্ট্রনেতার সুর্দশন চেহেরা আর ব্যবহারে মুগ্ধ হয়েছেন অনেক চীনা নাগরিক। বার্তা সংস্থা এএফপি জানায়, তিন দিনের চীন সফরের শেষ দিনে গতকাল শুক্রবার গুয়াংঝু শহরের একটি বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেন মাখোঁ।সেখানে চীনা শিক্ষার্থীরা তাকে দেখতে ভিড় জমায়। চীনা সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে মাখোর প্রশংসায় মেতেছেন। মাখোঁ সম্পর্কে বেইজিংয়ের বাসিন্দা ৩৪ বছরের ইয় লিয়াং বলেন, ফ্রান্সের প্রেসিডেন্ট খুবই আন্তরিক। অন্য প্রেসিডেন্টদের মতো তার হম্বিতম্বি নেই। বেইজিংয়ের আরেক বাসিন্দা ৪৩ বছরের লিউ সিন বলেন, মাখোঁ একজন তরুণ ও প্রাণবন্ত প্রেসিডেন্ট।অনেক চীনা নাগরিকের কাছে মাখোঁ প্রশংসিত হলেও কেউ কেউ আবার ফ্রান্সে চলমান পেনসন সংস্কার আন্দোলন নিয়ে তাকে খোঁচা দিতেও ছাড়েননি। চীনা সামাজিক যোগাযোগ মাধ্যম ওয়েবোতে সাংহাইয়ের এক বাসিন্দা বলেন, চীনা শিক্ষার্থীরা মাখোঁকে দেবতার মতো বরণ করেছে। অথচ ফ্রান্সে শিক্ষার্থীরা মাখোঁকে প্রশ্নবানে জর্জরিত করছে। এমন কি তাকে ডিম, ময়দা ছুঁড়ে মারছে। সূত্র: দৈনিক বাংলা।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বাইডেন না দাঁড়ালে কে হবেন ডেমোক্র্যাট প্রার্থী
মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে তিনিই সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট এবং তার জনপ্রিয়তার মাত্রা এখন ৪০ শতাংশেরও নীচে। তাই প্রেসিডেন্ট পদে পুন:নির্বাচনে জো বাইডেন শেষ পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতা করবেন কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। আশি-বছর বয়সী মি. বাইডেনের সবচেয়ে ঘনিষ্ঠজনেরা অবশ্য জোর দিয়ে বলছেন যে তার ২০২৪ সালের নির্বাচনী প্রচারণা শুরু হবে শিগগীরই। কিন্তু প্রেসিডেন্ট নিজে এবিষয়ে কোন চূড়ান্ত ঘোষণা দিচ্ছেন বলে দৃশ্যত মনে হচ্ছে না। জনমত জরিপগুলি যদিও বলছে যে বেশিরভাগ ডেমোক্র্যাট চায় প্রার্থী হিসেবে অন্য কাউকে মনোনীত করা হোক, কিন্তু সম্ভাব্য প্রার্থীরা নিজেরাই বলছেন যে মি. বাইডেন যদি শেষ পর্যন্ত প্রতিযোগিতায় অংশ নেন – তাহলে তারা তাকে চ্যালেঞ্জ করবেন না।কিন্তু মি. বাইডেন সেই সিদ্ধান্তটি না নিলে পরিস্থিতি কী হতে পারে?নীচের এই তালিকাটিতে দু’জন প্রার্থীর কথা বলা হয়েছে যারা ইতোমধ্যেই ২০২৪-এর নির্বাচনী দৌড়ে অংশ নেয়ার ঘোষণা করেছেন। এর বাইরে আরও বেশ ক’জন রয়েছেন যারা প্রার্থিতা ঘোষণা করতে পারেন। সূত্র: বিবিসি বাংলা ।
পশ্চিম তীরে দুজন নিহতের ঘটনায় তল্লাশি চালাচ্ছে ইসরায়েলি সেনারা
ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে চরম উত্তেজনার মধ্যেই অধিকৃত পশ্চিম তীরে বন্দুকধারীদের গুলিতে দুই ইসরায়েলি নিহত হয়েছেন। শুক্রবার পশ্চিম তীরের উত্তরাঞ্চলীয় জেরিকো প্রদেশের হামরায় অবৈধ ইসরায়েলি বসতির কাছাকাছি একটি গাড়ি লক্ষ্য করে গুলি চালায় বন্দুকধারীরা।ইসরায়েলি সেনাবাহিনী বলছে, হামরা জংশনে একটি গাড়িতে বন্দুক হামলা হয়েছে। তাদের সেনারা ওই এলাকায় তল্লাশি চালাচ্ছে।মেগান ডেভিড আদম নামে অ্যাম্বুলেন্স সেবা দেওয়া একটি প্রতিষ্ঠান বলছে, দুই তরুণী নিহত হয়েছেন। তাদের বয়স ২০ এর কোটায়। ৪০ বছরের আরেক নারী গুরুতর আহত হয়েছেন। সূত্র: বাংলানিউজ
পশ্চিম তীর ও তেল আবিবে প্রাণঘাতী হামলার পর ইসরায়েলে উত্তেজনা
ইসরায়েলের রাজধানী তেল আবিব ও ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে পৃথক দুই হামলার ঘটনায় তিনজন নিহত হওয়ার পর ইসরায়েলে চরম উত্তেজনা বিরাজ করেছে। গাজা ও লেবানন এবং ইসরায়েলের মধ্যে রাতভর পাল্টাপাল্টি হামলার পর শুক্রবার পৃথক ওই দুই হামলার ঘটনা ঘটেছে।শুক্রবার সকালে পশ্চিম তীরে বন্দুক হামলায় ২০ ও ১৬ বছর বয়সী দুই ইসরায়েলি বোন নিহত ও তাদের মা গুরুতর আহত হন। জর্ডান ভ্যালির ইহুদি বসতি হামরার কাছে গাড়িতে থাকা অবস্থায় হামলার শিকার হন তারা। জেরুজালেমে আল আকসা মসজিদে ইসরায়েলি পুলিশের অভিযান ও সংঘর্ষের ঘটনা কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ার পর ইসরায়েলের উচ্চ সতর্কাবস্থার মধ্যেই জর্ডান ভ্যালিতে এ হামলার ঘটনা ঘটে, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, ইহুদি বসতি হামরার কাছে ইসরায়েলি ও ফিলিস্তিনি গাড়ির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এমন খবর পেয়ে সেনারা ঘটনাস্থলে হাজির হয়- সূত্র; বিডি নিউজ