প্রকাশিত: ৬:০৯ অপরাহ্ণ, এপ্রিল ১৩, ২০২৩
সারাদিন ডেস্ক
ভারতের কলকাতায় একটি জুতার রঙ তৈরির কারখানায় ভয়াবহ আগুনে দগ্ধ হয়ে বাবা ও ছেলে নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকালে দক্ষিণ কলকাতার ৮০/৬ তপসিয়া রোড তিলজলা এলাকার ওই আগুনের ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মোহাম্মদ জসিম (৪৪) এবং মোহাম্মদ আমির (২২)।
স্থানীয় ফায়ার সার্ভিস সূত্র জানায়, ওই কারখানায় আগুনের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট। এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
আরও জানা যায়, দুর্ঘটনার সময় ওই কারখানার ভেতরেই ঘুমিয়ে ছিলেন জসিম ও তার দুই ছেলে। বুধবার (১২ এপ্রিল) গভীর রাত পর্যন্ত কাজ করে ঘুমাতে যান তারা। একপর্যায়ে আগুন ধরে গেলে কারখানায় আটকা পড়েন জসিম ও তার এক ছেলে আমির। আগুনে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
এই ঘটনায় গুরুতর আহত হন মোহাম্মদ জসিমের আরেক ছেলে। তাকে উদ্ধার করে কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।
সারাদিন/১৩ এপ্রিল/এমবি