প্রকাশিত: ১:১৩ অপরাহ্ণ, এপ্রিল ১৬, ২০২৩
সারাদিন ডেস্ক
মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও ধর্মীয় ব্যক্তিত্বদের গোল্ডেন ভিসা দেওয়ার ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের সবচেয়ে ধনী প্রদেশ দুবাই আমিরাতের সরকার।
শনিবার (১৫ এপ্রিল) দুবাইয়ের ক্রাউন প্রিন্স শেখ হামাদ বিন মোহাম্মদ এই সংক্রান্ত একটি সরকারি আদেশ জারি করেন। মধ্যপ্রাচ্য-ভিত্তিক সংবাদমাধ্যম ‘খালিজ টাইমস’র এক প্রতিবেদনে এই খরব জানানো হয়েছে।
ওই আদেশে বলা হয়েছে, যারা ভিসা পাওয়ার শর্ত পূরণ করতে পারবেন তারা সহজেই দুবাইয়ে থাকার জন্য ১০ বছর মেয়াদি গোল্ডেন ভিসা পাবেন। অর্থাৎ যেসব ইমাম, মুয়াজ্জিন, ইসলামিক চিন্তাবিদ, মুফতি দুবাইয়ে কমপক্ষে ২০ বছর ধর্মীয় জ্ঞান বিতরণ ও চর্চা করেছেন তাদেরকে এই ভিসা দেওয়া হবে।
পবিত্র ঈদুল ফিতরের আগে ধর্মীয় ব্যক্তিত্বদের সম্মান জানাতে এমন ঘোষণা দিয়েছেন ক্রাউন প্রিন্স শেখ হামাদ বিন মোহাম্মদ। এছাড়া ঈদ উপলক্ষ্যে ইসলামিক ব্যক্তিত্বদের ক্রাউন প্রিন্সের পক্ষ থেকে উপহার দেওয়ার ঘোষণাও এসেছে।
সারাদিন/১৬ এপ্রিল/এমবি