প্রকাশিত: ৫:৫৩ অপরাহ্ণ, এপ্রিল ১৮, ২০২৩
বিনোদন ডেস্ক
বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে মুক্তির অনুমতি পেয়েছে ঢাকাই সিনেমার তারকা দম্পতি জুটি অনন্ত জলিল ও বর্ষা অভিনীত সিনেমা ‘কিল হিম’। ফলে আসন্ন ঈদে মুক্তিতে আর কোনো বাধা থাকছে না অ্যাকশন ঘরানার এই সিনেমাটি।
মঙ্গলবার (১৮ এপ্রিল) চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে ‘কিল হিম’ সিনেমার অনুমতির সনদপত্র হাতে পাবেন কর্তৃপক্ষ।
সিনেমার পরিচালক ও প্রযোজক মোহাম্মাদ ইকবাল গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গতকাল (১৭ এপ্রিল) সন্ধ্যায় সেন্সর বোর্ড থেকে জানানো হয়েছে ‘কিল হিম’ আনকাট ছাড়পত্র পেয়েছে। বোর্ডের সদস্যরা এই ছবির অনেক প্রশংসা করেছেন। এটা আমার অনেক বড় পাওয়া।” আজকে সেন্সর থেকে অনুমতির সনদপত্র হাতে পাবেন বলে জানান ইকবাল।
এবার ঈদে অনন্ত জলিল ও বর্ষা অভিনীত ‘কিল হিম’ সিনেমা মুক্তি পাচ্ছে। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, রুবেল, ভারতের রাহুল দেব, অ্যামি রায় প্রমুখ।
উল্লেখ্য, গত ১৩ এপ্রিল রাত ৮টায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন-এফডিসিতে এক অনুষ্ঠানের মাধ্যমে ‘কিল হিম’ সিনেমার টিজার প্রকাশ করা হয়।
সারাদিন/১৮ এপ্রিল/এমবি